সার্থক মরণ
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০১:১২ দুপুর
মরণের ভয় কিসের?
মরতে তো আমাকে হবেই!
হয়তো বৃদ্ধ অবস্থায় ধুকে ধুকে
রোগে শোকে বিছানায়
অথবা কোন দুর্ঘটনায়।
অতঃএব অনিবার্য সে পরিণতির ভয় কিসের?
যদি হয় সে মরণ স্বৈরাচারের বিরুদ্ধে শ্লোগান দিতে যেয়ে
অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে যেয়ে
হন্তারকের মসনদ গুড়াতে যেয়ে
মরণ আমার সার্থক হবে।
মরণ তো আমার হবেই--
হোকনা সে মরণ স্মরণীয়-বরণীয়
ইতিহাসের পাতায়, যুগ যুগ প্রেরণায় বিপ্লবীর,
মানৃষের ভক্তিতে, মায়েদের গল্পে।
দেখ, হে তরুণ-যুবা!
প্রতিদিন কত জন মরছে,এভাবে অতীতেও মরেছে
মরবে আগামি দিনেও।
অথচ ভূবন কতজন স্মরণ রেখেছে?
যুগ যুগান্তরে কেবল তারাই অম্লান
যেন ওরা বেঁচে আজো
অমলীন সুবাস প্রেরণায়।
ওরা আমিত্ম ত্যাগে সক্ষম হয়েছিল
অন্যের জন্য বিলাতে পেরেছিল নিজের
জীবন দিতেও কুণ্ঠা যাদের হয়নি।
কেবল তাদের ভূবন স্মরণে রেখেছে
ইতিহাস আগলে রেখেছে স্বর্ণমূদ্রণে
পৃথিবীর আদি-অন্তে দেখনা তাদের পদচিহ্ন?
ইতিহাসের পরতে পড়নি তাদের জীবনী?
কেন তবে সব অনাচার স্বয়ে যাও, চুপটি মেরে?
ক্রসফায়ারে জীবন সংহারের ভয়?
যদি বিশ্বাসী হও তাকদিরে
যদি দিলে থাকে অফুরান ভালোবাসা আল্লাহর
ঝাঁপিয়ে পড় বিপ্লবী হে মৃত্যুঞ্জয়ী
তাগুতের মসনদ গুড়িয়ে দাও ধুলায়
রক্তের জোয়ারে ভেসে যাক স্বৈরাচারের গদি
মানবতা মুক্তি পাক।
আহাজারী বন্ধ হোক তোমার মায়ের
ভাইহারা বোন শান্তি পাক
স্বামীহারা বিধবা অশ্রু মুছোক
পিতাহারা শিশু আনন্দে নাচুক।
মরতে তো তোমাকে হবেই
সে মরণ হোক খোদাদ্রোহীর নিস্পাণ বুলেটের আঘাতে
খুনরাঙ্গা পথে ক্রসফায়ারে
মুষ্টিবদ্ধ হাতে উচ্চোকিত শ্লোগান দিতে যেয়ে
প্রতিবাদ প্রতিরোধে।
মনে রেখ,
অন্যায় রোখা ‘ফরজ’
তাকে প্রতিরোধ করার নাম ‘জিহাদ’
এভাবে মৃত্যু তোমার শাহাদত
শহিদেরা মরেণা-
রয়েছে সুখের জান্নাত- আল কোরআন।
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন