সুন্দরীবন
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৪ জুন, ২০১৪, ১০:৫২:৫৫ রাত
কোন রূপসীর রূপের বাহার
নদীর ওপার ছড়িয়ে
নূপুর ঝুমুর সোনার তিলক
জামদানিতে জড়িয়ে.
জ্যোসনা রাতের কিরণ শোভা
অঙ্গে নিপুণ মাখান
পরীর রাণীর যাদুর মুকুট
মস্তকে তার পরান.
ভাটা নদী জোয়ার এনে
ভাসায় প্রেমের টানে
নায়ের মাঝি মন পেতে চায়
হৃদয় ছোঁয়া গানে.
কিশোর কালের ভালো লাগা
যৌবনে পা দিয়ে
দূর নগরে বিরহ ব্যাথায়
কাঁদে গহীন হিয়ে.
গভীর রাতে চুপি চুপি
স্বপ্ন পাখির ডানায়
ঘুরে ঘুরে সুন্দরীবন
দেখতে থাকি তোমায়.
নতুন ভোরের বিহান যখন
আঁখি মেলে চায়
উছলে ওঠা সুপ্ত দহন
বানের মত ধায়.
বিষয়: সাহিত্য
১২১৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন