স্বপ্ন পূরণের সরঞ্জাম
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২৪ মে, ২০১৪, ০৯:২৮:৩৫ রাত
"স্বপ্ন পূরণের সরঞ্জাম"
যার আবেগ নেই প্রখর,বর্ণমালার
গাঁথুনি অপার ছান্দিকতায়
সেকী দিতে পারে?
শুনেছি সে আবেগ প্রবল আহরিত
হয়
গভীর হৃদয় ব্যঞ্জণা থেকে.যার
উৎস
বেদনা প্রধানতম শুনেছি.
আশচর্য! সে নাকি প্রেম
থেকে আগত,তাও ব্যর্থতা হতে!
ইস,কী দূর্ভাগা আমি!
অপরূপ ছন্দে তুফান
হয়ে কারো কুঠিরে আঘাৎ
হানতে পারবনা.
ঘোর লড়াইয়ে নিদ্রামগ্ন
স্বজাতিকে জাগাতে পারবনা.
আফসোস নিদারুণ আহা!
কারো মনের
সুরভী কানন
হতে পারবনা.পারবনা রচিতে প্রভুর
গুনোগান.
দুঃখ আর সরমিন্দার ব্যাপার!
প্রকৃতির লীলা এই
বাহারি বঙ্গরে আমি কীরূপে দেখায়
তোমারে! আমার যে আবেগ নেই.নেই
কাব্য রচনার ভাবাতুর ভূবন.
কারো আসক্তি আমারে টানেনি সন্নিকটে.অথবা কেউ
আসক্ত হয়েছিল কী মোর
জানা নেই.বিরহ ব্যঞ্জণ
তবে আসবে কোথা থেকে?
ভালোবাসার
দেয়া-
নেয়া হয়নি জীবনে.ব্যথা পাবো কীভাবে?
তবে কী স্বপ্নরা অধরাই
রবে আজীবন?
থাকনা এ স্বপ্ন
পিছে পড়ে.তবুও পারবনা চলমান
স্রোতধারায় গা ভাসাতে.ছি! ঘৃণায়
মোর দম বন্ধ হতে চায় একালের
নষ্টামী দেখে.যৌবনের
রত্নকে ওরা পেয়েছেটা কী!
না,লালিত স্বপ্ন
আজো বেঁচে আছে,থাকবে সে.খুজে পেয়েছি গহীন
অন্দরে একটু হলেও
ভালোবাসা.আমার
রবের ভালোবাসা সে.ঘনীভূত
সে প্রেমের
টানেইতো ছুটে চলি দিনের পর
দিন
মসজিদে,ময়দানে আর অগণন
সংগ্রামে!
মহিত সে পরশপ্রেমেই
কবি হব,হতে চাই সে প্রিয়র
প্রেমে.
বিষয়: সাহিত্য
১৩২৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি?
মন্তব্য করতে লগইন করুন