রঙ্গের মানুষ - (পর্ব-৩৪)

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৪ মে, ২০১৪, ১১:০৬:৪৭ রাত

পর্ব-৩৩

আগামী শনিবার বিপুর পরীক্ষা শেষ। তাই বৃহস্পতিবার অর্ধ অফিস শেষে আজ আর বিপুদের বাসায় যাওয়া হয়নি। নিয়ম ভেঙ্গে এই প্রথম বারের মত শুক্রবারে পড়াতে গিয়েছি বিপুকে। পরীক্ষার সর্বশেষ বিষয় 'ইসলাম ধর্ম শিক্ষা'। এটি পড়ানোর প্রয়োজন তেমনটি না হলেও বিদায়ের পুর্বে শেষ হাজিরা অবশ্যই দেয়া উচিত। তাই গুরুত্বের কথা ভেবেই পড়াতে গিয়েছি। শুক্রবারে পড়াতে যাবার কথাটা গত বুধবারেই বলে এসেছি ।

আজ পড়াতে বসতেই বিপুর উত্তর ছিল, স্যার - আপনার দেয়া সবটুকু পড়া গতকাল শেষ করেছি। গতরাতে অনেক পড়েছি।

- খুব খুশী হলাম তোমার সেলফ মোটিভেটেড পড়ার কথা শুনে, বিপুকে জবাব দিলাম।

- স্যার। আপনি কি সত্যি সত্যিই বিদায় নেবেন? আমাদের বাসায় জীবনে আর কক্ষনো আসা হবেনা ? দেখা হবেনা আপনার সাথে?

ছল ছল দৃষ্টিতে আবেদনের সুরে বলা বিপুর কথাগুলো ছিল খুবই আবেগাপ্লুত। বিপুর দিকে তাকিয়ে আমি মুচকি হাসি দিয়ে বললাম,

- স্যার তো স্যারই। তোমার জীবনে কত স্যার আসল আর গেল। সবার বিদায়ে কি তুমি এমনটা করেছিলে? অতীতের কোন স্যার তোমার স্মৃতিতে গেঁথে আছে বলে মুখে শুনিনি কখনও। সুতরাং আমার মত একজন স্যারের বিদায়ে তোমার এত অনুভুতির কারণ কি বলত!

আড়ষ্টতা কণ্ঠে ভাঙ্গা ভাঙ্গা শব্দে বিপু কথাগুলো ছিল এমন- "স্যার। আপনি আসলেই একটা সমস্যা। সমস্যা এজন্যই বলছি যে, অন্যান্য স্যারদের মত আপনার মাঝে কোন কঠোরতা খুঁজে পাইনি। ছাত্রীর সাথে দূরত্ব বজায় রেখে পড়ানোর পরিবর্তে কেন জানি তাদের ভেতরের মানুষটির সাথে পরিচিত হন। খুব নিজের মত করেই ওর সাথে আপন হয়ে যান। সব জড়তা দুর করে ছাত্র শিক্ষকের সম্পর্কের উধ্বেঁ বন্ধু সুলভ সম্পক তৈরী করে নেন। শিক্ষকের প্রতি ছাত্রের মিছে ভয়টা কে বিদায় করে দিয়ে তাকে স্বপ্ন দেখান। কাছে টেনে নেন। ভেতরে লুকিয়ে থাকা জিনিয়াস কে নতুন করে পরিচয় করিয়ে দেন।

আজ পর্যন্ত আপনি কখনও আমাকে ধমক দিয়ে পড়া আদায় করেননি। আমাকে প্রথমে পড়ার গুরুত্ব বোঝানোর পাশাপাশি ভাল ছাত্র কিংবা জ্ঞানীদের পড়ার পদ্ধতি শুনিয়ে দারুণ ভাবে নিজের ভেতর আগ্রহ তৈরী করেছেন। আপনার এসব কথাগুলো আমার খুব খুব ভাল লাগত। আর সে ভাল লাগার কথাগুলো মা বাবা, বান্ধবী সবাইকে বলতাম। বলে আমি শিহরিত হতাম। স্বপ্ন দেখতাম নিজেকে নিয়ে।

আমি ছাত্রী হিসেবে বেশী ভাল নয়, এটি খুব ভাল করে জানি। এজন্য পড়ার আগ্রহটা তেমন ছিলনা। কিন্তু আপনি আমার মাঝে কিভাবে যে সে আগ্রহটা তৈরী করলেন, নিজেই বুঝতে পারিনা। আপনার দেয়া পড়া পারি আর না পারি, আপনার আসার অপেক্ষা আমি প্রতিদিনই করতাম। শেষের দিকে আমাকে নিয়মিত পড়াতে আসতে না পারায় কস্ট লাগলেও আপনার ক্ষতি করে আমাকে পড়াতে আসবেন, এমনটি আমিও চাইনি।

সত্যি কথা বলতে কি, আপনার উচ্ছসিত প্রশংসায় আমি নিজেকেই খুব ভাল ছাত্রী হিসেবে ভাবতে শুরু করলাম। আর সে ভাবনা থেকেই পড়ার প্রতি অদম্য আগ্রহ তৈরী হল। ক্রমেই ভাল ফলাফল নিয়ে আসতে শূরু করলাম। এতদিন ধরে যে পরীক্ষাটা দিচ্ছি, এটি আমার জীবনে সবচেয়ে সহজ এবং আনন্দদায়ক পরীক্ষা।

এসব কিছু মিলিয়ে অাপনি আমার মাঝে স্যার হিসেবে আর নেই। আমার ভেতরে বাস করা আপনি এখন আমার 'খুব খুব প্রিয় একজন মানুষ'। সে মানুষটি কেমন আমি জানিনা। আমি এখন ভাবি, এভাবে পড়িয়ে অতীতের সবগুলো লজিং টিউশনি আপনি কি করে ছেড়ে এসেছেন?

- আর কিছু?

- স্যার। আমি জানি এটি আপনার শেষ বিদায়। তাই আপনাকে নিয়ে আমার ছোট্র একটি প্রশ্ন । আমি দুঃসাহসের সাথেই কথাটা বলে ফেলব আপনাকে। আর আপনি অনুগ্রহ করে আমার উপর রাগ করবেন না। কিংবা মনে কোন কস্ট নেবেন না। স্যার হোন আর ভাই হোন,গত কয়েকটি মাস পড়ার সুবাদে যেহেতু আপনাকে খুব কাছ থেকে দেখার ও জানার সুযোগ হয়েছে, তাই আমার সে অনুভুতির দু'একটা কথা আপনাকে মন খুলে বলতে চাই।

- বল। সমস্যা নেই। এটি তোমার অধিকার। মানুষ তার মনের কথা খূলে বলতে পারলে খুব হালকা হয়। কষ্টগুলো লাঘব হয়। তাই তোমার মনের সব কথা বলতে পার। তবে - সংক্ষেপে।

স্যার। অতীতে যে সব লজিং কিংবা টিউশনি করেছেন, আমার মত এমন কোন ছাত্রী কি পেয়েছেন, যারা আপনার বিদায়ে কেঁদেছে!

- অনেক কঠিন প্রশ্ন করেছ। সব কথা কি আর খুলে বলা যায়? তবে এটা ঠিক যে, মানুষ মানুষের জন্য। মানুষের মনটা খুব বিপদ জনক। এটিকে কন্ট্রোল করতে না পারলে অকল্পনীয় এক বাস্তবতার মুখোমুখি করে দেয়। কখনও কখনও সেখান থেকে ফিরে আসা যায়না।

আচ্ছা, বলত, এত গভীরে গিয়ে প্রশ্নটা করার কারণটা কি?

- স্যার। ভালবাসার নেগেটিভ দিকটা কি, এ নিয়ে আপনার মুখে অনেক বাস্তব কাহিনী শুনেছি। এসব শিক্ষণীয় কথাগুলোতে আমি অনেক অভিভুত হয়েছি। শিখেছি। শুনে খুব ভাল লেগেছে। কিন্তু একান্ত অজান্তে যদি কারো মন আপনি দখল করে নেন, তাহলে এটাকে তাড়ানোর ওষুধটা কি বলতে পারবেন? গল্পে পড়েছি, "কুইনিন জ্বর সারে বটে, কিন্তু কুইনিন সারাবে কে"?

- বিপু। সত্যি কথা বলতে কি, অতীতে ফেলে আসা সব ছাত্র ছাত্রীই আমাকে বড় ভাইয়ের মত জানত। গভীর ভাবে শ্রদ্ধা করত। আর এ গভীর শ্রদ্ধার মানুষগুলো থেকে বিদায় নেয়ার দৃশ্যটা কিছুটা ভিন্ন এটা অস্বীকার করার সুযোগ নেই।

মানুষ এক বিচিত্র রকমের প্রাণী। যার জন্য জীবন উত্সর্গ করে, তাকে আবার পাষণ্ডের মত জবাই করে হত্যা করতে দ্বিধাবোধ করেনা। মানুসের ভেতরে বাস করা 'মন' নামের বস্তুটি সৃষ্টির এক অকল্পনীয় বিস্ময়! এটিকে জয় করতে পারলে তাকে দিয়ে যে কোন অসাধ্য কাজ সাধন করা যায়। তাই ছাত্র ছাত্রী পড়াতে গেলে আমি সেই কাজটাই আগে করার চেস্টা করি। চিনতে চেস্টা করি তার ভেতরের মানুষটাকে।

জন্মগতভাবে প্রত্যেকটি মানুষই জিনিয়াস। কিন্তু সঠিক পরিচর্যার অভাবেই জিনিয়াস মানুষটি হিনিয়াস (হিংস্র) হয়ে উঠে। ভোতা হয়ে যায় তার প্রখর মেধাশক্তি। পরিণত হয় জঙ্গলের হিংস্র প্রাণীতে।

গন্তব্য পৌছার জন্য পথের চারিধারে দেখা সৌন্দর্যে বিমোহিত হয়ে যদি কেউ দাঁড়িয়ে যায়, তাহলে সে কখনও গন্তব্য পৌঁছতে পারেনা। এজন্য কোন গন্তব্য যাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে, নাম্বারিং এর দিক থেকে আমার জন্য কোনটি গুরুত্বপূর্ণ।

আচ্ছা বলত দেখি, বিগত কয়েকটি মাস ধরে তোমাকে পড়াচ্ছি। কিন্তু এতদিন ধরে দেখা বিপু যেন আজ অন্য এক বিপু। এর কারণ কি? অবশ্যম তোমার অনুভুতি পুর্ন কথাগুলো শুনে ভাল লাগছে এজন্যই যে, তুমি তোমার ভেতরে জমা কথাগুলো অকপটে বলে দিয়েছো।

একান্ত অজান্তে যদি কারো মন আপনি দখল করে নেন, তাহলে এটাকে তাড়ানোর ওষুধটা কি বলতে পারবেন? এটা বলতে তুমি কি বুঝাতে চেয়েছে? আর সে্ই মনটি কার?

.....আমার চোখের দৃষ্টি এড়িয়ে নীচের দিকে তাকিয়ে বিপু কি যেন ভাবছিল। মুখে কোন কথা নেই। একেবারেই নিশ্চুপ। ভাবছিলাম, ও গুছিয়ে কথা বলার জন্য হয়তোবা চুপে চুপে মনের সাথে বুঝাপড়া করছে। তাই জানতে চাইলাম - নীচের দিকে তাকিয়ে কি ভাবছ?

হঠাৎ আমার দিকে খুব অভিমানী দৃষ্টিতে তাকাতেই অশ্রুসজল চোখ থেকে দুফোঁটা পানি গাল বেড়ে নিচে পড়ে গেল। ....ভেজা কণ্ঠে "আমি জানিনা স্যার" বলেই দৌড়ে ভেতরে চলে গেল।

-বিপু.........

(চলবে)

বিষয়: বিবিধ

১৪৮২ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225744
২৪ মে ২০১৪ রাত ১১:১৭
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
173414
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথম মন্তব্যকারীকে ধন্যবাদ। শুকরান।
225791
২৫ মে ২০১৪ রাত ০২:৪০
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইজান ও চলে যাওয়াতে আপনার মনের মাঝে কোন মোচড় দিয়ে উঠেছিলো ?
২৫ মে ২০১৪ সকাল ০৬:০২
172828
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এটা আবার কি ষড়যন্ত্রমূলক প্রশ্ন! Time Out Time Out মজুমদার ভাইতো ........ হি হি হি Big Grin Big Grin Big Grin
২৫ মে ২০১৪ সকাল ০৬:৫৭
172829
প্যারিস থেকে আমি লিখেছেন : হ্যারি তুমি এখানে ল্যান্টন নিয়ে কি খুজতে আইছো ?
২৫ মে ২০১৪ সকাল ০৭:৪৯
172831
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বিপু কোথায় চলে গেলো দেখার জন্য ...Love Struck Love Struck
২৫ মে ২০১৪ দুপুর ১২:০৯
172894
বিদ্যালো১ লিখেছেন : Straight Face Straight Face Straight Face
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
173416
প্রবাসী মজুমদার লিখেছেন : ফাইট্যা যায়, আমার বুকটা ফাইট্যা যায়।
আমার বাড়ীর সামনে দিয়া
বন্ধু যা বউ লইয়া...

হাহা। ধন্যবাদ।
225806
২৫ মে ২০১৪ রাত ০৩:৪১
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
173418
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আড্ডার বইতে দস্তখত করে যাবার জন্য কৃতজ্ঞ।
225815
২৫ মে ২০১৪ সকাল ০৫:০২
সাদাচোখে লিখেছেন : A GAME with full of PAIN.
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
173419
প্রবাসী মজুমদার লিখেছেন : ভালবাসার পেইন এমন। অনেক কস্টের। অ্যাই কিতা কইত্তাম।
225820
২৫ মে ২০১৪ সকাল ০৫:৫০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বিপু ........... এখানে এসেই শেষ করেদিলেন পর্বটা? Time Out Time Out At Wits' End At Wits' End তাড়াতাড়ি দেন পরের পর্ব নয়তো পাঠকদের বদ্দুয়া পড়তে পারে Frustrated Frustrated
২৫ মে ২০১৪ দুপুর ১২:০৮
172891
বিদ্যালো১ লিখেছেন : একেবারে আমার মনের কথা বললেন। তাড়াতাড়ি নেক্সট পর্ব চাই; দিতে হব।
২৫ মে ২০১৪ দুপুর ১২:৩০
172907
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Big Hug Big Hug Big Hug বিদ্যালো১ Big Hug Big Hug Big Hug
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৩৯
173422
প্রবাসী মজুমদার লিখেছেন : অন্য কোন সময়ে নতুন প্রেমের গল্প লিখব। সেখানে কল্পনার রাজ্য হেটে হেটে মিছে রসালো গল্প দিয়ে হেমিলনের বাশীওয়ালার মত সবাইকে নিয়ে যাবো ভালবাসার অচিনপুরে...। ধন্যবাদ।
225839
২৫ মে ২০১৪ সকাল ০৯:১৮
আবু আশফাক লিখেছেন : বিপু পর্ব শেষ। এমন সময় কাটানো, ভাবনার পর কিশোরী মনে কষ্ট পাবে এটাই স্বাভাবিক, পরিণত তো নয়। আর তা-ই বা বলি কেন? পরিণতরাও এভাবে ভাবতে পারে, জড়াতে পারে।
তা যাই হোক, ইদানিং সম্ভবত কাজের খুব চাপ যাচ্ছে, তাই খুব দেরিতে পাচ্ছি রঙের মানুষের রঙিন গল্প।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪০
173425
প্রবাসী মজুমদার লিখেছেন : চাপ মানে। মাথা খারাপ করার মত। তাছাড়া যখন সুযোগ হয়, মাথায় কয়, আমি এখন লিখতে পারমুনা। চান্দি বড় গরম। এভাবেই দেরী হয়ে যায়। ধন্যবাদ।
225867
২৫ মে ২০১৪ সকাল ১০:৫১
দ্য স্লেভ লিখেছেন : আপনার চলমান গল্প বেশ দারুন এবং সাবলিল। দোয়া রইল
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪১
173426
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। সুদুরের হাজারো ব্যস্ততাকে ফেলে এসে আ্ড্ডায় সময় দিয়ে মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ।
225890
২৫ মে ২০১৪ সকাল ১১:৫৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : একদিকে টিনএজ বয়সের বিপুর আবেগের চাপে ধরাশায়ী অন্যদিকে পরিনত বয়সের বিবেগের বন্ধনে শৃঙ্খলিত এক শিক্ষক। যদি বিবেগ সক্রিয় এবং সজাগ না থাকতো তবে নির্ঘাত সেদিন আবেগের কাছেই ধরাশায়ী হয়ে ইতিহাসটাও হয়তো ভিন্নভাবে রচিত হতো।

চালিয়ে যান মুই আপনের হিচনে হিচনে আছি।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪২
173427
প্রবাসী মজুমদার লিখেছেন : আন্নে অ্যার হিচণে আছেন দেখি সামনে আগাইতেছি। মাঝে মাঝে গ্যাঞ্চামের আওয়াজ শুনতে পাই। ধন্যবাদ।
225896
২৫ মে ২০১৪ দুপুর ১২:০৬
বিদ্যালো১ লিখেছেন : এমন জায়গায় স্টপ করলেন, কয়দিন টেনশন এ রাখবেন?

আসলেই খুব উপভোগ করছি আপনার এই সিরিজটা।

শিক্ষকতায় থাকায় এটি আমার জন্য বাড়তি পাওনা বলা যায়। আমি আপনার মত উৎসাহ দিয়ে পড়াতে না পারলেও চেষ্টা করবো।

Good Luck Good Luck Good Luck
২৫ মে ২০১৪ দুপুর ১২:২৯
172904
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অনেক দিন পর আপনি বাংলায় কোন মন্তব্য করলেন ...মনেহয়! Day Dreaming
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩১
172959
বিদ্যালো১ লিখেছেন : Happy
আগের গুলো ও বাঙলায় ছিল ইংলিশ বর্ণমালায়। আজ কম্পিউটার থেকে লগইন করায় বাঙলায়।
Good Luck Good Luck Good Luck
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪৩
173428
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। পর্বের লিখা বড় হলে পাঠকরা পড়েনা। লিখে খুব ভাল লাগল। আগামী পর্বের অপেক্সায়। এগিয়ে যান। সাথে আছি। পেছনে আছি ইত্যাদি। তাই কম করে লিখি। ধন্যবাদ।
১০
226021
২৫ মে ২০১৪ বিকাল ০৪:০০
ইবনে আহমাদ লিখেছেন : চলে গেলে বলে - আপনি আগামী কাল ও আসবেন।
পর্ব তা হলে চলবে।
লেখাটি বই আকারে বের করার জন্য ব্যবস্থা করুন। কারন আমি এরকম পর্ব পর্ব করে পড়ে মজা পাই না।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪৪
173429
প্রবাসী মজুমদার লিখেছেন : বই আকারে বানাতে পয়সা লাগে। পয়সা হলে বই বানানো। আপনি না পড়লেও যাতে অন্তত আপনার নাতিপুতিরা পড়ে, সে উপদেশ রেখে গেলেও চলবে। ধন্যবাদ।
১১
226071
২৫ মে ২০১৪ বিকাল ০৫:১৫
আবু ফারিহা লিখেছেন : অাপনার বাস্তবতা বড়ই কঠিন।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪৫
173430
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেক ঘাটের পানি খেয়ে আমি এখন কার খালু? সে্ কার খালুর অাড্ডায় এসে ডু মেরে যাবার জন্য ধন্যবাদ।
১২
226087
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া বিপুর সাথে আমার ও কষ্ট হচ্ছে। বিপু আসলে বুঝেনি আপনি একজন কঠিন মানুষ
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
173433
প্রবাসী মজুমদার লিখেছেন : হাসন রাজার মনে
লাছা লাগাইয়া গেল কনে?

ধন্যবাদ। কষ্ট পেতে পেতে মন ফাইট্যা কালা হইয়া গেলে আর কস্ট লাগেনা। ধন্যবাদ।
১৩
226242
২৫ মে ২০১৪ রাত ১১:২৬
আইন যতো আইন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
173434
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি আমাকে ১৫টা ধন্যবাদ দিয়েছেন একদিনে। এজন্য আপনাকে ১৫টি ধন্যবাদ দিলাম। ভাল থাকবেন।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৫৯
173441
আইন যতো আইন লিখেছেন : কী করবো ভাই,
আইনের পেছনে ঘুরতেই যায় দিন--
কখন শোধি বলুন আপনার ঋণ?
বিলম্বে আসি তাই।
১৪
226301
২৬ মে ২০১৪ সকাল ০৬:৪৩
গ্রাম থেকে লিখেছেন : আহা! কি বেধনা বিধুর পরিবেশ...
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪৮
173436
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা আজি এ বসন্তে
কেন পাখি ডাকে
কেন চ্যাকা খায়
তবু প্রেম করে
তবু যে কাদায়।

ধন্যবাদ।
১৫
226309
২৬ মে ২০১৪ সকাল ০৮:২৫
নতুন মস লিখেছেন : ঘটনাটি এত চমত্‍কারভাবে ফুটে তুলেছেন যেন গতকালের ঘটনা আজ লিখেছেন ।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৫২
173438
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার মত একজন বোদ্ধা পাঠক বিপুর মিছে প্রেমে পড়ে অতীতকে বর্তমানের মত দেখার জন্য ধন্যবাদ। ভাল লাগল। আপনার মত অনেক শানিত। হেতের পাওয়ার বেশী। অান্নেরে উল্কার মত লই যায়।
১৬
226351
২৬ মে ২০১৪ দুপুর ১২:৩০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : রঙ্গের মানুষের রঙিন মানুষটাকে স্যালুট! অসুস্থতার দরুন দেরিতে পড়লাম এপর্বটা! ধন্যবাদ আপনাকে
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৫৫
173439
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ধন্যবাদ। আমার না দেখা রঙ্গের প্রশংসা করার জন্য ধন্যবাদ। মন খূলে ভূয়সী প্রশংসা করায় আবারও ধন্যবাদ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আমীন।
১৭
226485
২৬ মে ২০১৪ বিকাল ০৫:৩০
নোমান২৯ লিখেছেন : Good Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck Rose

ব্যস্ততার দরুন দেরিতে পড়লাম এপর্বটা! ধন্যবাদ আপনাকে। Good Luck RoseGood Luck RoseGood Luck Rose

Good Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck RoseGood Luck Rose
২৬ মে ২০১৪ রাত ০৮:৩৯
173556
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ ব্যস্ততার মাঝে এসে পড়ে মন্তব্য করে যাবার জন্য।
১৮
226534
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
সত্য নির্বাক কেন লিখেছেন : বুক খালি খালি লাগে কেন
২৬ মে ২০১৪ রাত ০৮:৩৯
173557
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে। বুকে বালিশ দিলে ভাল লাগত। খালি থাকলে শয়তানে দখল করে নেবো।
১৯
226574
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : বড় কষ্টের...
২৬ মে ২০১৪ রাত ০৮:৪০
173558
প্রবাসী মজুমদার লিখেছেন : আসলেই। সবার মনে প্রেম আছে। কেউ করে কেউ করেনা। ধন্যবাদ।
২০
227260
২৮ মে ২০১৪ সকাল ০৭:৩৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভাইরে! কি জ্বালায় যে পড়লেন!
২১
227629
২৮ মে ২০১৪ রাত ০৮:২৭
আমি আমার লিখেছেন : ভালোই। বুক ফাটবেতো মুখ খোলবে না। দেখি কি হয়.....।
২২
229208
০১ জুন ২০১৪ রাত ০৯:২০
মাটিরলাঠি লিখেছেন : "........এটা বলতে তুমি কি বুঝাতে চেয়েছে? আর সে্ই মনটি কার?" এইরকম সিচুয়েশনে 'আমি জানিনা' ছাড়া আর কি বলার আছে?

তবে এই ধরনের ডাইরেক্ট প্রশ্ন খুবই কাজের সিচুয়েশন কোন্ট্রলে। টেকনিকটি শিখেছিলাম আমার মরহুম পিতার কাছে।

অনেক অনেক ধন্যবাদ।
২৩
248941
২৮ জুলাই ২০১৪ রাত ০১:৪৭
বুড়া মিয়া লিখেছেন : লাষ্ট প্যারাটা বরাবর-ই আমাদের এ উপমহাদেশীয় নাটক-সিনেমার দৃশ্য বলে জানতাম; আপনার লেখায় জানছি এটা বস্তবতাও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File