বহুরূপিণী
লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ০৬ এপ্রিল, ২০১৫, ১২:২৫:৫০ দুপুর
আজকাল অভিমানী তরুণীরূপী প্রকৃতিটা বড্ড শিশুর মত আচরণ করছে।
বলা নাই, কওয়া নাই, হঠাৎ মুখটা ভার করে মাথার কালোকেশ এলোমেলো ছড়িয়ে বসলে কোন ছাড়াই।
পৃথিবী অন্ধকার, একেবারে ভৈরবী কান্ড বাঁধাবার জোগাড়।
এই বুঝি রোদন শুরু। না…...অশ্রু বর্ষণ হলো না। শুধু আন্ধিতে তস্ত্র ও শশব্যস্ত করে তুলল ধরণিটাকে।
এরপর ছড়ানো এলোকেশের ওপর উদয় হল বসন্তের শেষ পক্ষের পূর্ণিমার। শুরু হল শশীর সাথে তার লুকোচুরি খেলা, বনে গেল সখ্যতা।
কহিল শশী, “ঘুমাও সখী, আমার উজ্জ্বল স্নিগ্ধতা দিয়ে পাহারা দেই তোমায়।”
মায়ের কোলে নিশ্চুপ ঘুমন্ত শিশুটির মত ঘুমিয়ে পড়ল সে। দু’চারটে কেশ খেলা করছে নরম কপোল জুড়ে।
--একি অপরূপ স্নিগ্ধতা-এ যে শশীর চেয়েও পূর্ণশশী।
সখীকে এমন স্নিগ্ধতার ঘুম পাড়িয়ে চুপটি করে বিদায়ের পথে শেষরাতের পূর্ণিমার চাঁদ। ভোরের পাখিদের আগে জেগে ওঠা শিশুটির মত হঠাৎ জেগে ওঠে সে। শুরু হল হাত-পা দাপাদাপি আর রোদন।
-কেন বিদায় নেবে আমার ঘুমপাড়ানি সখী ?
--এ যে নিয়ম।
তারপরও অশ্রু-বর্ষণ। এ যে অযাচিত আবদার।
তারপরও কেঁদেই চলে সে।
বাড়ীর ওই দুষ্ট ছোড়াটার মুখ ভ্যাংচানিতে মাঝে মাঝে বাড়িয়ে দেয় কান্নার গতি।
তারপর ক্রন্দনরত শিশুটির মত আবার ঘুম।
পূর্বাকাশের অরুনালোর ছোঁয়ায় যখন ঘুম ভাঙ্গে-মুখে তার মুচকি হাসি, আর চোখের পাতা তখনও অশ্রু-ভেজা।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন