গো-কথন

লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ০৪ এপ্রিল, ২০১৫, ০৬:০৫:৪১ সন্ধ্যা

গাই গরুটা ডাকিয়া কহিল বদলটারে

একদন্ড আর রহিব না আমি এই দেশের পরে

সীমান্ত পাড়ি দিয়া যাব ওই পার্শ্ব দেশে

সেথায় রাষ্ট্রমাতা উপাধি মিলিবে মোর কপালে।

কহিল বলদ, আমিও যাইতে পারি তোর সনে

রাষ্ট্রপিতা উপাধি মিলিবে কি মোর তরে?

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312896
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
শেখের পোলা লিখেছেন : অনেক ভাবিয়া গাভিটি বলিল বলদ টারে,
সত্যইকি যাইতে চাও তুমি বেড়ার ওপারে?
তোমার চনায় উপদান নেই, আমার যা আছে,
তবে জাতশুদ্ধির গুনটি রয়েছে তোমার পাছে৷
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪০
254062
শ্রান্তপথিক লিখেছেন : ভালোই লিখেছেন ভাই শেখের পোলা
312902
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিরব থাহা চইলতো নো আমাগো দেশে জাতির পিতা (?) কয় সাবেক রাষ্টপতি মরহুম শেখ মুজিবুর রহমানকে এ দিকে ভারতের সরকার দলীয় নেতারা গরু কে তাদের জাতির মাতা ঘোষনার দাবি জানিয়েছে। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হয়ে আমাদের ততাকথিত বাবার (?) সাথে এরকম ফাজলামি করে ভারতের গরুকে মাতা ঘোষনার নিন্দা জানাচ্ছি।
312942
০৪ এপ্রিল ২০১৫ রাত ১০:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হুম সত্য বটে
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪১
254063
শ্রান্তপথিক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File