গো-কথন
লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ০৪ এপ্রিল, ২০১৫, ০৬:০৫:৪১ সন্ধ্যা
গাই গরুটা ডাকিয়া কহিল বদলটারে
একদন্ড আর রহিব না আমি এই দেশের পরে
সীমান্ত পাড়ি দিয়া যাব ওই পার্শ্ব দেশে
সেথায় রাষ্ট্রমাতা উপাধি মিলিবে মোর কপালে।
কহিল বলদ, আমিও যাইতে পারি তোর সনে
রাষ্ট্রপিতা উপাধি মিলিবে কি মোর তরে?
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যইকি যাইতে চাও তুমি বেড়ার ওপারে?
তোমার চনায় উপদান নেই, আমার যা আছে,
তবে জাতশুদ্ধির গুনটি রয়েছে তোমার পাছে৷
মন্তব্য করতে লগইন করুন