## ফেরা ##

লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ১৮ এপ্রিল, ২০১৫, ০৭:২৩:০৬ সন্ধ্যা

সাঁঝের বেলা। পাখিরা ফিরে যাচ্ছে নীড়ে। আরেকটি দিনকে বিদায় জানাতে সর্ব প্রকার আয়োজন সাঙ্গ করেছে প্রকৃতি। ওই দূর মসজিদে যেন বাজছে তারই সুকরুণ সুর। তখনও গাঁয়ের মেঠো পথের ওপর খেলায় ব্যস্ত শিশুরা-নিজ হাতে ধুলোয় গড়া খেলা ঘর যেন তারা ভাঙ্গতেই চাচ্ছে না। আর মেঠো পথের নির্জীব ধুলোও তাদের নরম হাতের ছোঁয়াকে ছাড়তে না চেয়ে কি যেন মায়াবী আকর্ষণে তাদের ধরে রেখেছে।

আর আমি? কঠিন নাড়ীর টানকে উপেক্ষা করে ধুলোমাখা পথ, সবুজ ক্ষেত, পাখির কুহতান সব কিছু ছেড়ে ছুটছি ইট-পাথরের শহরের পানে। খেলায় মত্ত শিশুদের দেখে মনের আয়নায় ভেসে উঠল আমার কৈশর। ওই তো শিশু আমি-ধুলোয় মাখা আমার শরীর।ধুলোয় গড়ছি ঘর, আবার ভাঙচি, আবার গড়ছি। আমায় দেখে শিশুটি দৌড় দিল আমার পানে। হঠাৎ কারো ডাকে আমার চেতনা ফিরল-“জলদি করেন, দেরী হয়ে যাচ্ছে তো।”

রিক্সায় উঠলাম। পিছনে ফেলে এলাম আমার শৈশব, ধুলোমাখা মেঠো পথ, আমার পথপানে চেয়ে মানুষগুলোর অশ্রুসিক্ত কাজল নয়নগুলো। আর রাস্তার ধারে গাছের ডালে আমার দু:খে ব্যাথিত হয়ে ব্যাথাতুর কান্না কেঁদেই চলেছে একটি নিশাচর পাখি।

বিষয়: বিবিধ

৮৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315636
১৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
আফরা লিখেছেন : অ--হ যাক ! ক্লান্ত- শ্রান্তপথিক ভাইয়া এবার তো রিক্সায় উঠে পড়েছেন আর ক্লান্ত-শ্রান্ত হবেন না ।

ধন্যবাদ ক্লান্ত- শ্রান্তপথিক ভাইয়া ।
১৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
256649
শ্রান্তপথিক লিখেছেন : ওই রিক্সা তো স্বল্প সময়ের। কিন্তু সারা জীবনের চলার পথের রিক্সা কি পাওয়া যায়, আফরা ভাইয়া?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File