সত্যিই এতো রহস্যময়ী ?

লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ০১ এপ্রিল, ২০১৫, ০৫:৫৯:১৩ বিকাল

বেশ কয়েকদিন ধরে নিজের কঠিন উত্তপ্ত চাহনি দিয়ে এ ধরাটাকে পোড়ালো প্রকৃতি। কিন্তু আজ সকালে কি রূপটাই না পরিগ্রহ করল না সে। যেন হেসে খেলে বেড়িয়ে পুরো পাড়াটা মাথায় তুলল যৌবনভরা তরুণীটি। আজ কার যেন একটু শাসনে বাড়ীর উঠানের এক কোণে বসে মুখটা গোমরা করে দীর্ঘ এলোকেশ ছড়িয়ে দিয়ে পা দাপাদাপি শুরু করল। তার গোমরা মুখ ও ছড়িয়ে দেয়া এলোকেশে পুরো পৃথিবীতে অন্ধকার নেমে আসল। তার হাত-পা দাপাপিতে তর্জন-গর্জন করল আকাশটা। তারপর শুরু করল ঠোঁট ফুলিয়ে রোদন। তার অশ্রুতে সিক্ত হল পুরো ধরা।

তার একটু পরেই সেই তরুণীটি তার ভেজা এলোকেশ পিঠে ছড়িয়ে দিয়ে নিজেকে মেলে ধরল অরুনালোয়। ভেজা কাপড়কে ছাপিয়ে যেন ঠিকরে পড়ছে তার যৌবন। মাথার কেশ ও চোখের পাতার অগ্রভাগে জমে থাকা ফোটা ফোটা জল যেন অরুনালোয় হিরের টুকরোর মত ঝলমলিয়ে উঠছে। দেখে বুঝার উপায় নেই যে, এই মেয়েটি একটু আগে পুরো পৃথিবীতে এক ভৈরবী কান্ড ঘটাবার যোগাড় করেছিল।

অতলস্পর্শী রহস্যময়ীরা সত্যিই কি এতো রহস্যময়ী-নিজের উত্তপ্ত যৌবনতাপে এই কাউকে পোড়াচ্ছে। আবার অভিমানী অশ্রু দিয়ে এই কারো ওপর শীতলতার পাহাড় ঢেলে দিচ্ছে।

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312266
০১ এপ্রিল ২০১৫ রাত ০৮:১০
আফরা লিখেছেন : ক্লান্ত-শ্রান্তপথিক ভাইয়া এত ক্যাবিক ভাষা আমি বুঝি না তাই বলতে পারলাম না ভাল নাকি মন্দ ।
312305
০১ এপ্রিল ২০১৫ রাত ১১:৫১
আবু জান্নাত লিখেছেন : আফরা লিখেছেন : ক্লান্ত-শ্রান্তপথিক ভাইয়া এত ক্যাবিক ভাষা আমি বুঝি না তাই বলতে পারলাম না ভাল নাকি মন্দ ।
312462
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৫
হতভাগা লিখেছেন :


চমতকার লিখেছেন ! নারীস্তুতির জন্য পুরষ্কার হিসেবে নিন এটা । পানিটা খেয়ে আপনার লিখনীর ধার আরও বাড়বে ।
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
253495
শ্রান্তপথিক লিখেছেন : ভাই হতভাগা ! আপনার ভার্চুয়ালি উপহার ভার্চুয়ালি গ্রহন করিলাম
312600
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৩:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কথা পড়তে ভালো লাগছিলো কিন্তু অর্থ কিছুই বুঝতে পারিনি! তাই মন্তব্য নিঃসপ্রযোজন।
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৯
253703
শ্রান্তপথিক লিখেছেন : পড়া ও কমেন্ট করার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File