হে ভারতীয়রা! যে অশ্রু মানায় না তোমাদের চোখে

লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ২৬ মার্চ, ২০১৫, ০৮:৪৪:৩৬ রাত

ভারতীয়রা শোন ! সত্যিকারের মাঠের খেলাটা যদি মাঠে হয়, তাহলে তোমরা বাংলাদেশের কাছে হারবে। আজ তোমাদের চোখে যে অশ্রু, তা তোমাদের চোখে মানায় না । কারণ তোমরা মাঠের খেলায় বিশ্বাসী নও। তোমরা বিশ্বাসী কপটতা আর প্রবঞ্চনায়। আইসিসি তোমাদের জিতিয়ে দেয়নি বলে তোমাদের চোখে অশ্রু। আজ তোমারা অসিদের বিপক্ষে হেরেছ, কারণ লড়াইটা আজ মাঠে হয়েছে। মাঠের খেলায় হেরে চোখ দিয়ে অশ্রু ফেলে আবার তোমরা পরাজিত হলে। কারন পরাজয় মেনে নেওয়াও একপ্রকার বীরত্ব। এই অশ্রু মানায় মাশরাফিদের চোখে। চোট পাওয়া পা নিয়ে যে মাশরাফিরা জীবন বাজি রেখে খেলল, তাদের তোমরা এভাবে হারিয়ে দিলে। একবার চেয়ে দেখ, তোমাদের ধোনি, রোহিতের রাড়িতে বিশেষ নিরাপত্তা। আর আমাদের মাশরাফিদের জন্য ডালি ভরা ফুল। তোমরা আজও ক্রিকেটও শিখলে না আর সমর্থকও হতে পারলে না। তারপরও কামনা করি, তোমাদের দেয়া জুতা আর আগুন থেকে তোমাদের ক্রিকেটারদের গাল এবং বাড়ীগুলো রক্ষা পাক।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311248
২৬ মার্চ ২০১৫ রাত ০৯:০২
হতভাগা লিখেছেন : হার জিত তো থাকবেই । সেটাকে মেনে না নিয়ে খেলোয়ারদের বাড়িতে হামলা করা বর্বর জাতির লক্ষণ ।

ভারতীয়রা জানোয়ারই রয়ে গেল ।
২৬ মার্চ ২০১৫ রাত ০৯:১৫
252319
শ্রান্তপথিক লিখেছেন : আপনি ঠিকই বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File