ক্ষমো মোরে
লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ১১ এপ্রিল, ২০১৫, ১২:০৬:১৩ দুপুর
ওগো বিদ্রোহী, কবিগুরু, কিশোর কবি
রুপসীবাংলার রূপকার আরও অনিলাদেবী
ক্ষমা কর মোরে।
আসিতে পারিব না তোমাদের দ্বারে
কিছুদিনের তরে, কবি মানসে।
হয়তো তোমরা থাকিবে মোর শিয়রের পাশে
অলস ধুলোয় মলিন হবে তোমাদের দেহ
সময়টুকও হবে না তাহা মুছিবারে।
জিনোম সিকোয়েন্স, এক্স-রে, তড়িৎ চৌম্বকীয় বল
সামান্তবাদ, পুঁজিবাদ জাতীয়তবাদ আরো কত তত্ত্ব
অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি
গিলিতে হবে মোরে ইতিহাস আরো যত শক্ত।
হ্যাঁ, তোমাদের কাছেও আসিব
তবে অন্য এক বেশে
‘সাহিত্যে জ্যাঠামী’ প্রমথবাবু বলেন যাহাকে।
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন