জনসংখ্যার রাজনৈতিক নিউটনীয় তত্ত্ব

লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ১৭ জুন, ২০১৫, ০৪:৪৫:২৭ বিকাল

সুত্র: জনসংখ্যা বৃদ্ধির হার রাজনৈতিক অস্থিরতার দরুণ সৃষ্ট হরতাল-অবরোধের সমানুপাতিক এবং হরতাল-অবরোধের সাথে যুক্ত হওয়া ধনাত্মক প্রভাবকের দ্বিগুনানুপাতিক এবং ঋনাত্মক প্রভাবকের ব্যস্তানুপাতিক।

ব্যাখ্যা: রাজনৈতিক অস্থিরতার দরুণ সৃষ্ট হরতাল-অবরোধের কারণে অনেক অফিস এবং কর্মক্ষেত্র বন্ধ থাকে। ফলে লোকজন বাড়িতে নিজঘরে অবস্থান করে। যা জনসংখ্যা বৃদ্ধির জন্য অন্যতম দায়ী।

আবার যদি হরতাল-অবরোধের দিনে দিনভর রিমঝিম বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে--যা ধনাত্মক প্রভাবক হিসেবে করে, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার দ্বিগুন হবে।

আর যদি রিমঝিম বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়ার বদলে তীব্র গরম বিরাজ করে--যা ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে জনসংখ্যা কমবে।

গাণিতিক ব্যাখ্যা: ধরি, জনসংখ্যা বৃদ্ধির হার P, হরতাল-অবরোধ B হলে, P∞ B

তাহলে আমরা লিখতে পারি P=XB, X সমানুপাতিক ধ্রুবক বা জনসংখ্যা গুনাঙ্ক যা জনাঙ্ক নামে পরিচিত।

ধনাত্মক প্রভাবক রিমঝিম বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়া যদি C হয়, তাহলে B+C=2P

আর ঋণাত্মক প্রভাবক তীব্র গরম H হয়, তাহলে B+ (-H) = 1/2B

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326408
১৭ জুন ২০১৫ বিকাল ০৫:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়াও! একেবারে ঠাণ্ডা মাথার চিন্তাবিদ! ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
268756
শ্রান্তপথিক লিখেছেন : ওয়েলকাম
326412
১৭ জুন ২০১৫ বিকাল ০৫:৪৮
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
268757
শ্রান্তপথিক লিখেছেন : Love Struck Tongue Surprised Rolling on the Floor Yahoo! Fighter Yahoo! Fighter :D/ Happy>-
326470
১৭ জুন ২০১৫ রাত ০৮:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফিবোনাচ্চি নিয়াই মাথা খারাপ আর নিউটন!
১৮ জুন ২০১৫ দুপুর ১২:৪৯
268931
শ্রান্তপথিক লিখেছেন : ফিবোনাচ্চি রাশিমালা দিয়ে প্রকৃতির জটিল রহস্য উদ্ঘাটন মজার হলেও অনেক জটিল। একবার নিউটনকে চেষ্টা করে দেখেন-বিষয়টি বাস্তবে ফান মনে হলেও অনেকাংশে প্রমাণ করা সম্ভব। আমরাই তো নতুন পথের সৃষ্টি করব রিদওয়ান কবির সবুজ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File