Rose Rose আহলান হে রামাদান Rose Rose

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৭ জুন, ২০১৫, ০৯:০৪:২৮ রাত



পৃথিবীর প্রতিটি দেশেই নতুন বছর উপলক্ষে আপনজন ও বন্ধবান্ধবকে শুভেচ্ছা জানানো হয় একটি বাক্যে। ভাষাভেদে এই শুভেচ্ছা বিনিময় বিভিন্ন রকম হয়ে থাকে।

বাংলাদেশে বলা হয়ঃ নববর্ষের শুভেচ্ছা। পশ্চিমারা বলেঃ Happy new year. আরব দেশে বলা হয়ঃ

كل سنة وانت طيب অথবা كل عام وانتم بخير

বিশ্বের যে কোন ভাষায় যে যেভাবেই বলুক। উদ্দেশ্য একটাই অতীতের গ্লানি ভুলে নতুনের শুভেচ্ছা নিন।

আমাদের দেশে নববর্ষের শুভেচ্ছা কথাটি দেয়ালে দেয়ালে লিখা হয়, পত্রিকা বা লিপলেট ব্যানারেও লিখা হয়, কিন্তু স্বাভাবিক ভাবে মুখে মুখে তেমন একটা বলা হয়না বা বলেনা, অথচ অহরহ বলা হয় হ্যাপি নিউ ইয়ার। আসলেই বাঙ্গালী জাতি ভিন্ন সংস্কৃতিতে অতি উৎসাহী।

গত কয়েকদিন আগে নিউজে দেখলাম: সাকিবখান নাকি ছাদনাতলায় (বিবাহের সিড়িতে) বসতে যাচ্ছে, ছাদনাতলা এটি কলিকাতার হিন্দুদের কমন শব্দ। আমাদের দেশে এইসব সংস্কৃতির ও আমদানী হয়েছে বেশ।

আরবরা ঈদ উপলক্ষে বা মুহাররমের শুরুতে একে অপরের সাথে সাক্ষাতে সালামের পর বলবেইঃ كل سنة وانت طيب অথবা كل عام وانتم بخير

এটি দ্বারা এক হিসেবে শুভেচ্ছা জানানো হয়, অপর দিকে এটিকে দোয়া কামনাও বলা যায়। অর্থাৎ নতুন বছরটি তোমার জন্য উত্তম হোক, উৎকৃষ্ট হোক, ভালো কিছু বয়ে আনুক।

দুটি ঈদ মুসলমানদের জন্য আনন্দের, এই ঈদে সাহাবায়ে কেরাম (রাঃ) বলতেনঃ ঈদ সাঈদ ও আওদুন হামীদ। عيد سعيد وعود حميد সৌভাগ্যের ঈদ বার বার প্রসংশার সাথে ফিরে আসুক। কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতিতে কে যেন কোথা থেকে আমদানী করল "ঈদ মোবারাক"।



রামাদান উপলক্ষে সকলের মাঝে যেমন দান করার প্রবণতা তৈরী হয়, তেমনি দয়া ও অনুগ্রহতাও অনেক বেড়ে যায়। আরবরা রামাদান মাসে একে অপরকে শুভেচ্ছা জানায় এই বলে رمضان كريم রামাদান কারীম।



সত্যিই এই মাসটি মুসলমানদের মাঝে নম্রতা, দয়া, দান, অনুগ্রহ ও ভালোবাসা শিক্ষা দেয়। আমাদের প্রিয় নবী (সা.) অনেক দানশীল ছিলেন, রামাদানে তার দানশীলতা অনেক বেড়ে যেত। হাদীসে রামাদানে দান করার ব্যাপারে অনেক উৎসাহ দেওয়া হয়েছে। নেকির পরিমান ও বর্ণনা ভেদে দাতার অবস্থা ও নিয়্যাত অনুযায়ী অনেক গুনে বেড়ে যায়।

ইফতার করানোর ফজিলতের হাদিসগুলো আমাদের প্রায় সবার জানা আছে, তবুও আলোচনার দ্বারা ঈমান তাজা হয়, আমলের আগ্রহ বাড়ে। তাই একে অন্যের নিকট অমীয়বাণী গুলো যার যার অবস্থান থেকে পৌছে দিন। ভালো কাজের পথ দেখালে আপনিও সমপরিমান সওয়াবের অধিকারী হবেন।

বিষয়: বিবিধ

১৮১৭ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326478
১৭ জুন ২০১৫ রাত ০৯:১০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

সুন্দর ভূমিকাটি আসলেই মন জুড়িয়ে দিলো! হাদীসগুলো উল্লেখ করতে পারতেন ভাইয়া! দোআর আবেদন রইলো!

জাযাকাল্লাহু খাইর!
১৮ জুন ২০১৫ রাত ০১:৫৯
268873
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আসলে রমজানে কাজের চাপও বেড়ে গেছে, একেবারেই সময় মিলে না।
হাদীসগুলো জানা আছে, কিন্তু সূত্র খুজে নিতে অনেক সময় লেগে যায়। হাতের কাছে তো বই নেই, তাই নেট থেকে খুজতে হয়।
অনেক অনেক শুকরিয়া।
১৮ জুন ২০১৫ রাত ০২:০১
268875
আবু জান্নাত লিখেছেন : و انتم فجزاكم الله خيرا في الدنيا و الاخرة
326479
১৭ জুন ২০১৫ রাত ০৯:২৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
সুন্দর ভূমিকাটি আসলেই মন জুড়িয়ে দিলো! হাদীসগুলো উল্লেখ করতে পারতেন ভাইয়া! দোআর আবেদন রইলো! জাযাকুমুল্লাহু খাইরান!
১৮ জুন ২০১৫ রাত ০২:০০
268874
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আসলে রমজানে কাজের চাপও বেড়ে গেছে, একেবারেই সময় মিলে না।
হাদীসগুলো জানা আছে, কিন্তু সূত্র খুজে নিতে অনেক সময় লেগে যায়। হাতের কাছে তো বই নেই, তাই নেট থেকে খুজতে হয়।
অনেক অনেক শুকরিয়া।
১৮ জুন ২০১৫ রাত ০২:০১
268876
আবু জান্নাত লিখেছেন : و انتم فجزاكم الله خيرا في الدنيا و الاخرة
326480
১৭ জুন ২০১৫ রাত ০৯:৩৮
কথার_খই লিখেছেন : আপনার লেখাটি পড়ে ভাল লেগেছে।
১৮ জুন ২০১৫ রাত ০২:০২
268877
আবু জান্নাত লিখেছেন : جزاكم الله خيرا في الدنيا و الاخرة
১৮ জুন ২০১৫ রাত ০২:০৬
268885
কথার_খই লিখেছেন : বাংলা ব্লগিংয়ে আরবি জবাব..... গ্রহণ যোগ্য নহে....।
১৮ জুন ২০১৫ রাত ০২:০৮
268886
আবু জান্নাত লিখেছেন : রামাদান মাস তো, কুরআনের মাস, তাই কুরআনের ভাষার প্রতি ভালোবাসার টানে....
১৮ জুন ২০১৫ রাত ০২:১৪
268887
কথার_খই লিখেছেন : কোরআনের মাস ঠিক, কিন্তু আরবি বুঝতে না পারলে আপনার বলাটা বৃথা।
১৮ জুন ২০১৫ সকাল ১১:১৩
268921
আবু জান্নাত লিখেছেন : মানে হলঃ আল্লাহ তায়ালা আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করুক।
১৮ জুন ২০১৫ দুপুর ০২:১৬
268935
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
326481
১৭ জুন ২০১৫ রাত ০৯:৫১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রামাদান কারিম
১৮ জুন ২০১৫ রাত ০২:০২
268878
আবু জান্নাত লিখেছেন : كل سنه وانت طيب
326484
১৭ জুন ২০১৫ রাত ১০:০৫
নিমু মাহবুব লিখেছেন :
১৮ জুন ২০১৫ রাত ০২:০৩
268879
আবু জান্নাত লিখেছেন : شكرا جزاك الله
326486
১৭ জুন ২০১৫ রাত ১০:২২
মোহাম্মদ লোকমান লিখেছেন : রমাদান করীম। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর।
১৮ জুন ২০১৫ রাত ০২:০৪
268880
আবু জান্নাত লিখেছেন : شكرا جزاك الله خيرا
326491
১৭ জুন ২০১৫ রাত ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ জুন ২০১৫ রাত ০২:০৪
268881
আবু জান্নাত লিখেছেন : شكرا حياك الله
326493
১৭ জুন ২০১৫ রাত ১০:৪৯
আফরা লিখেছেন : ওকে আজকে থেকে আমি ও বলব রমাদান করীম । ধন্যবাদ ভাইয়া ।
১৮ জুন ২০১৫ রাত ০২:০৫
268882
আবু জান্নাত লিখেছেন : আই ওয়াহ, সত্যিই বোনের মত বোন। شكرا جزاك الله
326500
১৭ জুন ২০১৫ রাত ১১:২১
আবু জারীর লিখেছেন : كل عام وانتم بخير
১৮ জুন ২০১৫ রাত ০২:০৬
268883
আবু জান্নাত লিখেছেন : شكرا جزاك الله خيرا
১০
326530
১৮ জুন ২০১৫ রাত ০১:৫১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন, ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
১৮ জুন ২০১৫ রাত ০২:০৬
268884
আবু জান্নাত লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া।
২০ জুন ২০১৫ দুপুর ০২:৪৫
269129
আবু জান্নাত লিখেছেন : রামাদান কারিম, ইফতারের দা্ওয়াত রইলো। অনেক অনেক মিছ করতেছি।
তাক্বাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম। @ দাওয়াত গ্রহন করা হল।
১১
326533
১৮ জুন ২০১৫ রাত ০২:২৮
পললব লিখেছেন : রামাদান কারীম।
১৮ জুন ২০১৫ সকাল ১১:১৫
268922
আবু জান্নাত লিখেছেন : রামাদান আপনাদের জন্য রহমত মাগফিরাত ও মুক্তি বয়ে আনুক।
১২
326564
১৮ জুন ২০১৫ সকাল ১১:৩৩
১৮ জুন ২০১৫ দুপুর ০৩:১৩
268949
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর পোষ্টির জন্য শুকরিয়া।
কিন্তু মন্তব্যের জাগায় কিছু না লিখে এভাবে নিজের পোষ্টের লিংক দেওয়া তো ব্লগের সুন্দর্য্য হরন করে।
ভবিষ্যতে কথাটি মাথায় রাখার অনুরোধ রইল। ধন্যবাদ
১৩
326611
১৮ জুন ২০১৫ বিকাল ০৪:৩১
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।

রামাদান কারীম।

সুন্দর সম্ভাষন শিখলাম। আলহামদুলিল্লাহ্‌।

ইনশাল্লাহ্‌ এ মাসে, এ সম্ভাষনকে - এখানকার ভাইদের কাছে পৌছে দেবো।
১৮ জুন ২০১৫ রাত ০৮:০৮
268973
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই, গরীবের কুঠিরে আপনাকে মনে হয় প্রথম দেখলাম। অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর।
কোথায় থাকেন, কি করেন? জানতে আগ্রহী যদি আপত্তি না থাকে।
১৪
326637
১৮ জুন ২০১৫ রাত ০৮:১১
ফাতিমা মারিয়াম লিখেছেন : মহান আল্লাহ আমাদের সিয়াম কিয়াম কবুল করে নিন। আমীন।
রামাদান কারীম।
১৮ জুন ২০১৫ রাত ১০:২৫
268979
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সিনিয়র আপু। আপনার দোয়ার সাথে বলছিঃ আমীন।
রামাদান আামাদের মাঝে ফিরে আসুক বারবার, রহমত মাগফিরাত ও মুক্তির বার্তা নিয়ে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File