আহলান হে রামাদান
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৭ জুন, ২০১৫, ০৯:০৪:২৮ রাত
পৃথিবীর প্রতিটি দেশেই নতুন বছর উপলক্ষে আপনজন ও বন্ধবান্ধবকে শুভেচ্ছা জানানো হয় একটি বাক্যে। ভাষাভেদে এই শুভেচ্ছা বিনিময় বিভিন্ন রকম হয়ে থাকে।
বাংলাদেশে বলা হয়ঃ নববর্ষের শুভেচ্ছা। পশ্চিমারা বলেঃ Happy new year. আরব দেশে বলা হয়ঃ
كل سنة وانت طيب অথবা كل عام وانتم بخير
বিশ্বের যে কোন ভাষায় যে যেভাবেই বলুক। উদ্দেশ্য একটাই অতীতের গ্লানি ভুলে নতুনের শুভেচ্ছা নিন।
আমাদের দেশে নববর্ষের শুভেচ্ছা কথাটি দেয়ালে দেয়ালে লিখা হয়, পত্রিকা বা লিপলেট ব্যানারেও লিখা হয়, কিন্তু স্বাভাবিক ভাবে মুখে মুখে তেমন একটা বলা হয়না বা বলেনা, অথচ অহরহ বলা হয় হ্যাপি নিউ ইয়ার। আসলেই বাঙ্গালী জাতি ভিন্ন সংস্কৃতিতে অতি উৎসাহী।
গত কয়েকদিন আগে নিউজে দেখলাম: সাকিবখান নাকি ছাদনাতলায় (বিবাহের সিড়িতে) বসতে যাচ্ছে, ছাদনাতলা এটি কলিকাতার হিন্দুদের কমন শব্দ। আমাদের দেশে এইসব সংস্কৃতির ও আমদানী হয়েছে বেশ।
আরবরা ঈদ উপলক্ষে বা মুহাররমের শুরুতে একে অপরের সাথে সাক্ষাতে সালামের পর বলবেইঃ كل سنة وانت طيب অথবা كل عام وانتم بخير
এটি দ্বারা এক হিসেবে শুভেচ্ছা জানানো হয়, অপর দিকে এটিকে দোয়া কামনাও বলা যায়। অর্থাৎ নতুন বছরটি তোমার জন্য উত্তম হোক, উৎকৃষ্ট হোক, ভালো কিছু বয়ে আনুক।
দুটি ঈদ মুসলমানদের জন্য আনন্দের, এই ঈদে সাহাবায়ে কেরাম (রাঃ) বলতেনঃ ঈদ সাঈদ ও আওদুন হামীদ। عيد سعيد وعود حميد সৌভাগ্যের ঈদ বার বার প্রসংশার সাথে ফিরে আসুক। কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতিতে কে যেন কোথা থেকে আমদানী করল "ঈদ মোবারাক"।
রামাদান উপলক্ষে সকলের মাঝে যেমন দান করার প্রবণতা তৈরী হয়, তেমনি দয়া ও অনুগ্রহতাও অনেক বেড়ে যায়। আরবরা রামাদান মাসে একে অপরকে শুভেচ্ছা জানায় এই বলে رمضان كريم রামাদান কারীম।
সত্যিই এই মাসটি মুসলমানদের মাঝে নম্রতা, দয়া, দান, অনুগ্রহ ও ভালোবাসা শিক্ষা দেয়। আমাদের প্রিয় নবী (সা.) অনেক দানশীল ছিলেন, রামাদানে তার দানশীলতা অনেক বেড়ে যেত। হাদীসে রামাদানে দান করার ব্যাপারে অনেক উৎসাহ দেওয়া হয়েছে। নেকির পরিমান ও বর্ণনা ভেদে দাতার অবস্থা ও নিয়্যাত অনুযায়ী অনেক গুনে বেড়ে যায়।
ইফতার করানোর ফজিলতের হাদিসগুলো আমাদের প্রায় সবার জানা আছে, তবুও আলোচনার দ্বারা ঈমান তাজা হয়, আমলের আগ্রহ বাড়ে। তাই একে অন্যের নিকট অমীয়বাণী গুলো যার যার অবস্থান থেকে পৌছে দিন। ভালো কাজের পথ দেখালে আপনিও সমপরিমান সওয়াবের অধিকারী হবেন।
বিষয়: বিবিধ
১৮১৭ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর ভূমিকাটি আসলেই মন জুড়িয়ে দিলো! হাদীসগুলো উল্লেখ করতে পারতেন ভাইয়া! দোআর আবেদন রইলো!
জাযাকাল্লাহু খাইর!
হাদীসগুলো জানা আছে, কিন্তু সূত্র খুজে নিতে অনেক সময় লেগে যায়। হাতের কাছে তো বই নেই, তাই নেট থেকে খুজতে হয়।
অনেক অনেক শুকরিয়া।
সুন্দর ভূমিকাটি আসলেই মন জুড়িয়ে দিলো! হাদীসগুলো উল্লেখ করতে পারতেন ভাইয়া! দোআর আবেদন রইলো! জাযাকুমুল্লাহু খাইরান!
হাদীসগুলো জানা আছে, কিন্তু সূত্র খুজে নিতে অনেক সময় লেগে যায়। হাতের কাছে তো বই নেই, তাই নেট থেকে খুজতে হয়।
অনেক অনেক শুকরিয়া।
তাক্বাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম। @ দাওয়াত গ্রহন করা হল।
কিন্তু মন্তব্যের জাগায় কিছু না লিখে এভাবে নিজের পোষ্টের লিংক দেওয়া তো ব্লগের সুন্দর্য্য হরন করে।
ভবিষ্যতে কথাটি মাথায় রাখার অনুরোধ রইল। ধন্যবাদ
রামাদান কারীম।
সুন্দর সম্ভাষন শিখলাম। আলহামদুলিল্লাহ্।
ইনশাল্লাহ্ এ মাসে, এ সম্ভাষনকে - এখানকার ভাইদের কাছে পৌছে দেবো।
কোথায় থাকেন, কি করেন? জানতে আগ্রহী যদি আপত্তি না থাকে।
রামাদান কারীম।
রামাদান আামাদের মাঝে ফিরে আসুক বারবার, রহমত মাগফিরাত ও মুক্তির বার্তা নিয়ে।
মন্তব্য করতে লগইন করুন