বিমুর্ষতার শেষ কোথায়.????

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৪ এপ্রিল, ২০১৫, ০৫:৪৭:০৫ বিকাল

সুজলা সুফলা শস্য শ্যামলা সম্ভবনায় ঘেরা বাংলাদেশ।

রয়েছে ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত।

সম্ভবনার শেষ নেই আমাদের।

স্বাধীনতার এতটা বছর পার হলে ও স্বাধীন ভাবে বেচে থাকা বাংলার প্রত্যেক মানুষের স্বপ্ন হয়ে গিয়েছে।

জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশ,কিন্তু ব্যাক্তি হিসেবে আমরা এখনো পরাধীনতার বেড়াজালে বন্দী।

শাসনের নামে আমরা শোষিত হচ্ছি,ন্যায্য অধিকারের বদলে অধিকার বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত।

প্রতিদিন আমাদের ভোর হয় নতুন আশা নিয়ে,কিন্তু দিন শেষে আশাহত হয়ে বিমুর্ষ হতে হয়।

আমাদের এই বিমুর্ষতার শেষ কোথায়?

কবে হবে আমাদের এই নিভৃত স্বপ্নের বাস্তবায়ন?

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312887
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কে শুনবে আমাদেরে হৃদয়ের আর্ত্মাদ? আল্লাহর কাছেই বলছি দিনে রাতে! তিনি কবুল করুন! আমিন!
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৮
253892
অভিমানী বালক লিখেছেন : যারা শুনবে তাদের কানে তালা লেগে গেছে,তবু ও আশায় থাকি আমরা যদি কখন ও শুনতে পায়।
312903
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের জনগনকে সোচ্চার করতে হলে জগতে হবে সচেতন মহলকে ,,আফুসুস করবেন না একদিন সময় আসবেই সুন্দরের পক্ষে।
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:১২
253894
অভিমানী বালক লিখেছেন : সেই সময়ের প্রত্যয় ছাড়া কি আর করার আছে আমাদের সাধারন মানুষের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File