"তুমি ছিলে বলে"
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:১৬:০৪ বিকাল
তুমি ছিলে বলে পাকিস্তান
আজ দ্বিখন্ডিত হয়েছে,
তুমি ছিলে বলে বাংলাদেশ
নামক ভুখন্ড জাতি পেয়েছে।
তুমি ছিলে বলে একাত্তরে
স্বাধীনতা যুদ্ধ হয়েছে,
তুমি ছিলে বলে ত্রিশ লক্ষ
বাঙ্গালী শহীদ হয়েছে।
তুমি ছিলে বলে কত বাঙ্গালী
নারী ইজ্জত হারিয়েছে,
তুমি ছিলে বলে বাংলার মানচিত্র
বিশ্বের বুকে ঠাই পেয়েছে।
তুমি ছিলে বলে বাঙ্গালী জাতি
স্বাধীনতার ঘ্রান পেয়েছে,
তুমি ছিলে বলে স্বাধীন দেশে
বাকশাল প্রতিষ্টিত হয়েছে।
সালাম তোমায় হে বীর
শ্রদ্ধা জানাই বিনম্র,
উত্তরসুড়ি রেখে গেছো তাই
বাকশাল কায়েম করছে সহস্র।
স্বাধীন দেশের স্বাধীনতা আজ
লজ্জার কাতারে ঝিমায়,
আমার অধিকার হরন করে
উনারা লুটপাঠ করে টাকা কামায়।
একটা দুইটা খুন হয়না
হালি কিংবা ডজন,
বিচারের আশায় দ্বারে দ্বারে
ঘোরে মৃতদের প্রিয়জন।
স্বাধীন দেশের এমন চিত্র
ছিলো কি তোমার স্বপ্ন?
তুমি তো করোনি কখনো কাউকে
তিল পরিমান কটাক্ষ।
রাজাকারদের সাধারন ক্ষমা
করেছিলে হে মহীয়ান,
আজকে কেন তাদের বিরুদ্ধে
চলছে বেমালুম অভিযান?
আসল দ্রোহীদের বুকে ঠেনে
বিরোধীদের করছে নির্যাতিত,
সত্যি কিন্তু ইনু মহোদয়
ট্যাংকের উপর করেছিলো নৃত্য।
বাম রাম মিলে আজ
স্বাধীন দেশের কেমন হাল,
তোমার মত কেউ কি কখনো
শক্ত হাতে ধরবে দেশের পাল।
আযান শুনলে শব্দ দূষন
যাত্রার আওয়াজ ভালো,
নব্বই ভাগ মুসলিম দেশে
এ কেমন ধর্ম নিরপেক্ষ?
পিলখানার ওই বীর সেনাদের
কি দোষ ছিলো বলো?
তোমার মেয়ে বাকশাল আবার
পুনরুদ্ধার করলো।
কত ট্রাজেডি ঘটে দেশে
রানা প্লাজার ট্রাজেডি ও ঘটলো,
আজ অবধি কোন ট্রাজেডির
বিচার নাহি হলো।
অন্ধকারে বাতি নিভিয়ে
আলেম যখন মারলো,
তা ও কি তোমার স্বপ্ন ছিলো
একটু এসে বলো।
ইতিহাসের পাতায় লিখা
তুমি ছিলে অকুতভয় বীর,
তাইতো তুমি পাকিস্তানিদের তরে
নত করোনি তোমার শির।
আমার কাছে ও তুমি বীর
তুমি মহীয়ান,
বাকিরা সব চাপাবাজ
তাদের জানাই নিপাতের আহ্বান।
বিষয়: বিবিধ
১৫০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেরা জুতা বাংলাদেশী
মেরা খানা বাংলাদেশী
ইয়ে পতলুন ভি বাংলাদেশী
ফির ভি দিল হ্যায় পাকিস্তানী
মন্তব্য করতে লগইন করুন