"সময়ের ব্যবধানে প্রবাসী খোঁজে জীবনের মানে"
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ৩০ জুন, ২০১৬, ০৩:০৫:১২ দুপুর
- আরে তুমি দিপলুর ভাই বাবলু না?
- জ্বি ভাই আমি বাবলু।
- মাশাআল্লাহ, তুমি অনেক বড় হয়ে গেছো, তোমাকে তো চেনাই যাচ্ছে না।
- দিপলু আমার সাথে কিছু মাল এবং একটা মোবাইল দিয়েছিলো, তোমার আব্বার কাছে দিয়েছিলাম পেয়েছো?
- কি মালের মাল দিয়েছে! বলেছিলাম একটা iphone-6 দেয়ার জন্য, দিয়েছে Galaxy-S5।
- যে তোমার জন্য Galaxy-S5 পাঠিয়েছে সে কি মোবাইল ব্যবহার করে জানো?
তোমার ভাই পাঁচ বছর আগে একটা নকিয়া মোবাইল কিনেছিলো সেই মোবাইল এখনো ব্যবহার করে।
এখনো তোমার ভাই অন্যের মোবাইল দিয়ে ইন্টারনেটে তোমাদের সাথে কথা বলে।
তোমার ভাইকে আজ পর্যন্ত দেখি নাই দামী শার্ট প্যান্ট কিনে নিজে ব্যবহার করতে।
তোমার ভাইকে দেখি নাই তোমার মত এক ডজন ব্রেসলাইট হাতে দিতে।
তোমার ভাই ট্যাক্সী ভাড়া দিবে বলে প্রচন্ড গরমে হেঠে হেঠে কর্মস্থলে যায়, আর তুমি ডিসকোবার বাইক চড়ে বাজারে আসো।
যে ভাই নিজের স্বাদ আহ্লাদকে বিসর্জন দিয়ে তোদের মুখে হাসি ফুটাতে চায়, সেই ভাইকে তিরস্কার করে বলতেছো "কি মালের মাল দিয়েছে"।
আরে বেটা তোদের মত অকৃতজ্ঞ ভাইদের কারনে প্রবাসীদের গায়ের ঘাম শুকায় না।
জানিস প্রবাসীরা কেমন দিনাতিপাত কাটায়?
এগুলা তো জানার কথা নয়, তোমার দরকার হলো ভালো মোবাইল আর পকেট ভর্তি টাকার।
তবু ও একটু শুনো প্রবাসীরা কেমন দিন কাটায়-
★ তুমি যখন সকাল দশটায় ঘুম থেকে উঠে গরুর গোশত আর রুটি দিয়ে নাস্তা করো, ঠিক তখনি গাধার খাটুনির জন্য প্রস্তুত হয়ে ৩৬ ডিগ্রী তাপমাত্রা উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে তোমাদের রুটি আর গরুর গোশতের টাকা যোগাতে তোমার প্রবাসী ভাই।
★ তুমি যখন সারাদিন ডিসকোবার বাইক চড়ে আড্ডা শেষে রাতে বাড়িতে এসে বিলাসি ভোজন করো, ঠিক তখনই তোমার ভাই সারাদিনের পরিশ্রম শেষে হাত পুড়িয়ে রান্না করছে দু-মুটো ভাত খাওয়ার জন্য।
★ তোমার প্রবাসী ভাইয়ের অর্থায়নে বিলাস বহুল রুমের সোফায় বসে যখন হিন্দী সিরিয়াল দেখায় মগ্ন তুমি, ঠিক তখনি ১০/১২ জনের একটি রুমে গাধাগাধি হয়ে ঘুমানোর জায়গা খুজছে সকালে উঠে কামলা দিবে বলে।
★ তুমি যখন শীততাপ নিয়ন্ত্রিত দামী সেলুনে হেয়ার স্টাইল করছো, ঠিক তখনি তোমার প্রবাসী ভাইটি ৩৬ ডিগ্রী তাপমাত্রার কর্মস্থলে ঘামে গোসল হয়ে যাচ্ছে তোমার টাকার জোগান দিবে বলে।
★ তুমি যখন ঈদের বাজার করার জন্য উচ্চ বিলাসী বাজেট নিয়ে পরিকল্পনা করছো কোন মার্কেট থেকে কোন ব্রান্ডের কাপড় কিনবে, ঠিক তখনই তোমার প্রবাসী ভাই ঘরের কোনে বসে পরিকল্পনা করছে কেমন করে বাজেটের টাকা পাঠানো যায়।
★ তুমি যখন ঈদে মা-বাবা-বোন-ভাইকে নিয়ে আনন্দ করছো, ঠিক তখনি হতভাগা প্রবাসী একাকী বসে বসে আদরের মা-বাবা-বোনকে মিস করে চোখের জল ফেলছে।
★ তুমি যখন ঈদের নামায শেষে বাড়ি ফিরে ফিরনি সেমাই ভোজন করে ঈদের আমোদ ফুর্তি করে বেড়াচ্ছো, তখন তোমার হতভাগা প্রবাসী ভাই চার দেয়ালের ঘরে বসে বসে তোমাদের কথা কল্পনা করছে।
★ তুমি যখন সবাইকে নিয়ে মহা খুশিতে আছো, তখন ও তোমার কামলা ভাই শত দুঃখ কষ্টের মাঝে চোখের জল লুকিয়ে তোমাদের মধ্যে উপস্থাপন করছে তাহার হাসি মাখা মুখ।
এই নিবেদিত মানুষগুলো এক সময় অকৃতজ্ঞ মানুষদের কাছে হয়ে যায় অবহেলিত। যাদের জন্য জীবনের সুন্দর সময়টুকু কাটিয়ে দেয় সুদুর প্রবাসে, তারাই এক সময় সেই প্রবাসীকে বোঝা মনে করে রাস্তায় ঠেলে দেয়।
যে কামলা মানুষটি নিজের ভবিষ্যতের কথা একটু ও না ভেবে ভাই বোন সংসারের ভবিষ্যত নিয়ে ব্যস্ত ছিলো, সেই মানুষটির ভবিষ্যত হারিয়ে যায় অকৃতজ্ঞদের প্রতারনায়।
মায়ার বাঁধন ছেড়ে বুকে পাথর বেধে, সুদুর প্রবাসে পড়ে থাকা আর জীবন যুদ্ধে বীরের মত প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া মানুষটি সামাজিক প্রতিবন্ধকথায় বিড়ালের মত নিজে নিজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
প্রশ্নবিদ্ধ হয়ে থাকে অনেকের কাছে, সমাজের কাছে, এমনকি নিজের কাছে ও।
একজন প্রবাসীর কাছে প্রশ্নবোধক চিহ্ন খুব আপন হয়ে যায় সময়ের ব্যবধানে।
তখন খুজতে থাকে প্রবাসের মানে?
খুজতে থাকে জীবনের মানে?
খুজতে থাকে আবেগের মানে?
খুজতে থাকে রক্তের সম্পর্কের মানে?
খুজতে থাকে জন্মদাতার মানে?
আর তখনি বুজতে পারে-
Life is more than drama.
জীবন নাটকের চেয়ে ও বেশী নাটকীয়।
বিষয়: বিবিধ
১৮৮৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এখানে মনে হয় আরেকটি শব্দ বসতে পারে ।
অন্যের টাকা উড়ানোর মজার চেয়ে মজা খুব কম আছে
আপনি এখানে কি সব জায়গার প্রবাসীদের কথা বলেছেন ? ইউরোপ আমেরিকা প্রবাসীরাও কি এরকম খাটুনী করে দেশের আপনজনদের জন্য ?
মন্তব্য করতে লগইন করুন