বাবুল ভাই, আপনি 'জঙ্গি' নামক 'র' ও আওয়ামী ক্যাডারদের খুন করেছেন!! বনজ কুমার, দেবদাস ভট্রাচার্য আর রমেন গংরা আপনাকে বাঁচতে দিবে না।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ৩০ জুন, ২০১৬, ০১:১৭:১৬ দুপুর
বাবুল ভাই, বাংলাদেশের জঙ্গীগোষ্ঠি 'র' এবং আওয়ামী লীগের সৃষ্টি চট্রগ্রামের তথাকথিত জেএমবি জঙ্গী জাবেদকে হত্যা করেছেন, জাবেদের অন্যান্য সাথীদের গ্রেফতার করেছেন। জঙ্গীদের নাড়ী-নক্ষত্র খুঁজে পেয়েছেন। 'জঙ্গী' নাটকের পিছনে পার্শ্ববর্তী গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা জড়িত সেটা আপনি আইজিপির মাধ্যমে ভারতের দালাল সরকারকে 'লিস্ট' সহ জানিয়েছেন। এতসব অপকর্ম করার পরও আপনি পুলিশে 'সৎ' অফিসার হিসাবে থাকবেন আর ভারতের এদেশীয় এজেন্ট বনজ কুমার, দেবদাস ভট্রাচার্য এবং সাংবাদিক রমেন আপনাকে তাঁদের এজেন্ট হত্যার জন্য কিছুই বলবে না সেটা আপনি ভাবলেন কিভাবে? মনে আছে কর্ণেল গুলজার আহমদের কথা যিনি জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গী দমন করেছিলেন আর 'রা' ও তাদের এদেশীয় দালালরা হত্যার পর পুড়িয়ে দিয়েছিলেন, তাঁকে ডিএনএ টেস্ট করে সণাক্ত করতে হয়েছে। আপনি ওদের চিনেছেন, আপনি ওদেরকে জানেন সেজন্যই বনজ কুমার, দেবদাস ভট্রাচার্য, রমেন গংরা কিছুতেই আপনাকে বাঁচতে দিবে না।
বিষয়: বিবিধ
৮৪৮৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন