৮ মাস আগে ও কেউ যদি আমার শত্রু ছিল,তাহলে ওনি হলেন আমার বাবা।
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ৩০ জুন, ২০১৬, ০৪:৩৯:৫৭ বিকাল
ক্লাস সেভেন থেকে কেউ যদি আমার শত্রু ছিল!তাহলে ওনি হলেন আমার বাবা।
,
"তুই শিবির ছাড়বি,না হয় আমার ঘর থেকে বাহির হবি,
তুই আমার ঘরে খাওয়াদাওয়া করবিনা"তুই পারলে ঘর থেকে বাহির হও"তুর লজ্জা শরম,ঘৃণপৃত্যে নেই",আল্লাহ্র কসম তুই যত বড় মেধাবী হও,তুর পড়ালেখার খরচ আমি কিচ্ছু জানিনা"তুই আমার চোখের থেকে দূর হও,"তুরে কোন বাপের পুত টাকা দেই আমি দেখব"মাঝে মাঝে রাগ করে আমার পড়ার টেবিলে এসে বই গুলো এদিক,ওদিক পেলে দিত" ভাত খেতে বসেছি,ওইখানে বকাঝকা শুরু করে দিয়েছে,ভাত না খেয়েই চলে আসতাম" ইনি হলেন আমার বাবা,এবং উপরের কথাগুলো ছিল আমার আব্বুর আনলিমিটেড কাজ,
যেকোন সময় আমার সাথে এসে এইরকম খারাপ ব্যবহার করত। এইরকম মনের কষ্টগুলো কোনদিন কোন পাব্লিকের কাছে শেয়ার করিনি। আজ বাবার কাছ থেকে অনেক দূরে তাই শেয়ার করলাম।
তবে সত্য বলতে কিসের ভয়! আমিও বাবার কথায় ছাড় দেওয়ার পাত্র নই,আমার দাদা,দাদু,আম্মু আমাকে অনেকেই বুঝাত,বাবার মুখের এসব আনলিমিটেড কথায় তর্কাতর্কি না করতে,তবে পারতাম না,ছোটবেলা থেকে আমি অনেকটাই বদমেজাজি,রাগী,কেউ আনলিমিটেড বা অযুক্তিকর,অন্যায় কোন কিছু করলেই পায়ের সকল রক্ত মাথায় উঠে যেত,বিশ্বাস করুন নিজেকে কন্টোল করতে একদম পারতাম না। একসময় আমার মা,আমাদের বাবা,ছেলের তর্কাতর্কি দেখে আমাকে ঘর থেকে বাহিরে চলে যেতে বলত,আমি চলে যেতাম,বাবা নীরব হত। অথচ ঘরে কোন কিছুর প্রভ্লেম নেই,বাবা কিছুদিন পর পর অটুমেটিক আমার সাথে এগুলো করত।
,
কারন একটাই প্রভ্লেম আমার পড়ালেখার বাবদ টাকা খরচ হত,মধ্যবিত্ত ফেমিলির সন্তান,টাকা ইনকাম করতাম না,শিবির করতাম সুন্নী পরিবারের ছেলে হয়ে।
,
নার্সারি থাকা অবস্থার বাবা,আর আজকের বাবা অনেক ডিফারেন্স,বাবার সেরা ছেলে ছিলাম আমি,মাকে যেমন কোন ব্যাখায় পেলতে পারবনা,তেমনি বাবার আদরের কথাগুলো ও লিপিবদ্ধ করতে পারবনা, শুধু একটাই বলিঃ মা যদি নানার বাড়িতে থাকত,তাহলে,বাবার পিটে করে আমি নানার বাড়ি হতে আমাদের বাড়িতে চলে আসতাম,কতটুকু ভালবাসা,আর বন্ধুত্ব ছিল, বাবা আর আমার মধ্যে তা বলা যাবেনা।
,
তবে বাবা ঘরে আমাকে বকাবকি করলে ও,বাহিরের লোক জনদের কাছে আমার খুব প্রশংসা করত,বাবাকে আরফাতের বাবা বলেই আমার সিনিয়র, জুনিয়ররা যেখানে সেখানে সম্মান করত, সেটা ও আম্মুকে এসে বলত,স্কুলের ফাস্টবয় ছিলাম,স্কলারশিপ পেতাম,মদ গাঞ্জা,সিগারেট খেতাম না, পাচঁ ওয়াক্ত নামাজী ছিলাম সেটা ও গর্ব করে সবাইকে বলত।
,
তবে এটা পরিচয় দিতনা,আমার ছেলে শিবির করে।
,
বাবাগোঃ তোমার ছেলে ঠিকই মদ গাঞ্জা,পেনসিডিল,সিগারেট,খাইত,যদি শিবির না করত,বাবাগো তোমার ছেলে ক্লাসের ফাস্টবয় হওয়ার স্বপ্ন দেখতনা,যদি শিবির না করত। বাবাগো তোমাকে আরাফাতের আব্বা বলে এত সম্মান করতনা,যদি শিবির না করত।বাবাগো তোমার ছেলে শিবির করে বলে নাম দিছ নামাজি যদি শিবির না করে ছাত্রলীগ করতাম তাহলে আমার নাম হত ধর্ষকার।
বাবাগো তোমার ছেলে অমানুষ ছিলঃমানুষ বানিয়েছে শিবির,শিবির আদর্শ চরিত্রের এক মূর্ত প্রতিক।বাবাগো তবু ও কি তুমি শিবিরকে এখনো অস্বীকার কর।
,
যাইহোক বাবা এখন বুঝেছে শিবির মানে কি?
,
আজ বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি,৮ মাস।কোনদিন বাহিরে আমার পক্ষে ৮ দিন থাকা সম্ভব হবে ভাবিনি,তবে পরিস্থিতিই অসম্ভবকে সম্ভব করেছে। এই ৮ মাসে আমি আব্বুর সাথে কল করছি মাত্র ৭,৮ বার,,,কল করলেই ছোট্ট পোলার মত হাউমাউ করে কেদেঁ দেই,বাবাগো তুই আমাকে ক্ষমা করিস তুকে আমি অনেকবার ভাত খেতে দিনি,বকাঝকা,খারাপ আচরণ করতাম,পারলে আমায় ক্ষমা করে দিস! আমি তুকে হারায়নি,আমার দাতঁ গুলোকে হারায়ছি।
বাবা আমাকে ডেলি কল দেই,এবং কল করলে আমার কান্না চলে আসে তাই কল বেক করিনা।
,
মা,আর বাবার মধ্যে অন্যতম একটা ডিফারেন্স,মা কিভাবে,কিরকম বয়স অনুসারে ছেলেকে শাসন করতে হয় সেটা জানে,, কিন্তু প্রত্যেক বাবারা জানেনা।
,
পরিশেষে আর কি বলব,বাবা ভাল থেকো সুখে থেকো, আমি খুব ভাল আছি,তবে মাঝে মাঝে মাথার বালিশটা ভিজে যায়,আমার জন্য দোয়া করবেন,
যাই হোক,আপনার মত এত কট্টর শাসনকৃত একজন বাবা পেয়ে আমি ধন্য,,,আমার সারা জীবনটা যেন আপনার আর আমার মায়ের খেতমতে যেন উৎসর্গ করে দিতে পারি।
#আমিন
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন,ছুম্মা আমিন।
আমার কিছু বলার ছিলো না
মন্তব্য করতে লগইন করুন