ফাসিঁর রায় বহাল না দিলে মীর কাসেমকে জেল হত্যা কর হতো।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০২:৩১ রাত



মীর কাসেম আলীর ফাসিঁর রায় না হলেও তাকে বাচিঁয়ে রাখতেন না আওয়ামীলীগ সরকার,, "রায়ের কোনরকম গড়মিল হলে ফাসিঁর বদলে তাকে জেলে গুপ্ত হত্যার স্বীকার হতে হবে"-- এইভাবে মীর কাসেম আলীকে হত্যার ষড়যন্ত্র করেছে RAW এজেন্ট ইন্দ্রজিত দত্ত। বিস্তারিতঃ http://goo.gl/O56AZl

,

কারন ইসলামবিরোধী আওয়ামীলীগ এবং ইন্ডিয়ান সরকার মনে করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংঘটন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামকে সাংঘটনিক আর্থিক জোগানসহ কর্মীদের কর্মসংস্থান দেয় ইসলামিক ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব মীর কাসেম আলী।

,

মূলতঃ তাদের একটাই উদ্দেশ্য মীর কাসেম আলীকে হত্যা করে,জামায়াত ইসলাম সংঘটনটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। যুদ্ধাপরাধী বলতেই তার কোন অপরাধ ছিলনা,অপরাধ ছিল দক্ষিন এশিয়ার সফল একজন ইসলামিক ব্যাংকার এবং জামায়াত শিবিরের অর্থের যোগানদাতা।

,

তার বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলায় যিনি সাক্ষী দিয়েছিলেনঃ শ্রী,শ্রী প্রদীপ তালুকদার, তার জন্মসাল হল ১৯৭৫ ইং আর যুদ্ধ হয়েছিল ১৯৭১ ইং এ।

দেখুন,শুধুমাত্র রাজনীতিক প্রতিহিংসায় একজন মানুষকে হত্যা করার জন্য,আওয়ামীলীগ সরকার ট্রাইব্যুনালকে কতটুকু নিচে নামাতে পারে।

,

তারা এভাবে বাপ ছাড়া ছেলের দ্বারা সাক্ষী দিয়ে প্রমান করে তারা একাত্তর বিরোধী, শুধুমাত্র জামায়াত ইসলাম করার কারনে পরিকল্পিতভাবে মীর কাসেমকে হত্যা করা হচ্ছে।

আওয়ামী খাদ্যমন্ত্রী কামরুল নিজের মুখে স্বীকার করলেন,মীর কাসেম যুদ্ধাপরাধী ছিলনা।

লিংকঃ https://youtu.be/BCe8jr2xuwc

,

প্রধানমন্ত্রী হাসিনার উপর সম্মান রেখে বলতেছি,আপনি মীর কাসেমকে হত্যা করবেন,সেটা আমরা ভাল করে জানি। কেউ আপনার অবৈধ ট্রাইব্যুনালকে রক্ষা করতে পারবেনা তাও ভাল করে জানি,কারন এইটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার।কিন্তু এইটাও মনে রাখা উচিৎ,আজকে যেমন অভ্যন্তরীণ ব্যাপারে কোন দেশ নাগ গলাতে পারতেছেনা তেমনি কোন একদিন ক্ষমতা চেঞ্জ হলে এই অভ্যন্তরীণ ব্যাপারে ইন্ডিয়াও নাগ গলাতে পারবেনা,এইরকম বাকশাল ট্রাইব্যুনাল ও রয়ে যাবে।

,

কি অপরাধ ছিল তার ছেলেটির! তার বাবার মরা লাশটি নিয়ে কবর খুড়ে দাপন করারও সুযোগ্য দিচ্ছেননা।

তার ফেমিলিতে ত আর কোন ছেলে নাই! বেচেঁ থেকে যদি একজন ছেলে,তার মরা বাবার লাশটি দাপন করতে না পারে,এর চেয়ে হতভাগা আর কে হতে পারে এই দুনিয়ায়। মাবূদ আর বরদাস্ত হচ্ছে,এইরকম নির্মম বাকশাল।

,

আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি,জনাব আরমান যদি কাসেম আলীর সঠিক বৃর্য্যের রক্ত,মাংস গড়া একজন সুস্থ সন্তান হউন,তাহলে এইরকম নির্মম, ঘৃণিতভাবে নিজের পিতা হত্যার একদিন প্রতিশোধ নিবে,এই বাংলার জমিনে,ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১৮৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377020
০১ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:১১
হতভাগা লিখেছেন : বাংলাদেশকে পরিচালনার জন্য আওয়ামী লীগ ছাড়া আর কোন দল ফিট আছে ?

আর ভারতকে কি সরিয়ে ইউরোপ বা আমেরিকায় ফেলা যাবে বা বাংলাদেশকে ভারতের কাছ থেকে সরিয়ে অন্য কোন জায়গায় ?

বাংলাদেশের রাজনীতিতে ভারত বিশাল একটা ফ্যাক্টর এবং ভারত যা চাইবে সেটা ডিনাই করার মত অবস্থানে বাংলাদেশ নেই ।
০১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৫৯
312535
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : কঠিন প্রশ্ন দাদা,আমি উত্তর দিতে পারলামনা।
,
শুধু বলবঃ লাল মিয়া,সোনা মিয়া,,দুইটা একই মিয়া,শুধুমাত্র নামটাই ভিন্ন।
০১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:০৮
312536
হতভাগা লিখেছেন : সোনা মিয়া দূরে থাকে , তারে না হয় বাদ দেওন যায় । কিন্তু লাল মিয়াতো আছে চারপাশ ঘিরে !
377047
০১ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৫
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : কিছুই করার নেই,এখন লাল মিয়ার যুগ।
বেশী মাতামাতি করলে পাকিস্তান,আর তুরুষ্কে চলে যা,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File