কান ধরেছে ছেলে
লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ৩০ জুন, ২০১৬, ০৪:৫৩:৪৫ বিকাল
এই সেরেছে, ঐ গেল যা-
কান ধরেছে ছেলে।
কানে ধরায় মেতেছি আজ
আমরা সবাই মিলে।
খোকা-খুকু সবাই এবার
ভাসছে চোখের জলে-
শিক্ষকেরই মান গেছে
এমপি চরণতলে।
বিলাপ দেখে ছোট্ট ছেলে বলল, কেন মিছে
মানের খোঁজে মরছ ঘুরে এমপি সাবের পিছে?
নেয়নি এমপি, নেয়নি হুজুর, নেয়নি হেফাজতে;
যার ইজ্জত তিনি নিজেই দিয়েছেন নিজেরই খাসলতে।
স্বভাব খারাপ ব্যক্তি কভু রাখতে নাহি পারে মান
নিজের দোষে খুইয়ে সম্মান ফালায় অশ্রুবাণ।
শোন শোন খোকা-খুকু যতই ধর কান,
পারবে নাকো আর ফিরাতে শিক্ষাগুরুর মান।
সত্যি যদি ফিরাতে চাও হারানো সম্মান
দিতে শেখো আগে তবে পরেরে সম্মান।
স্রষ্টার হক সৃষ্টির হক করবে আদায় যে জন,
সেই তো মোদের সত্যিকারের শিক্ষক গুরুজন।
স্রষ্টারে করি অপমান আর ছাত্রেরে অবহেলা,
দেশের মানুষ মানবে নাকো এইটারে ছেলেখেলা।
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন