মেয়েরা কি ফেলনা?
লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ২১ অক্টোবর, ২০১৭, ০৮:৩৭:১৩ রাত
কোন এক ভুক্তভোগী ব্যক্তি নিজ কন্যা সন্তানের শৈশবে দুর্ঘটনাজনিত মৃত্যুতে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে ভাবতেন, “যাক গেছে ভালোই হয়েছে! থাকলে অনেক ভোগান্তি হতো।” বৃদ্ধ বয়সে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং মেয়ের প্রয়োজনীয়তা অনুভব করে স্বগতোক্তি করেন। যারা বৃদ্ধ বয়সে কন্যা সন্তানের দ্বারা সহানুভূতি ও সহযোগিতা পাচ্ছেন, তাদের দেখে নিজের অবস্থা তুলনা করে দু:খবোধ করেন।
এ বিষয়টি তাদের জন্য শিক্ষণীয়, যারা মেয়েদেরকে আপদ ভেবে দীপান্তরে পাঠিয়ে থাকেন। আজ যাকে ভবিষ্যত সমস্যার কারণ হবে ভেবে বনবাস দিচ্ছেন, ভবিষ্যতে সে যে সমস্যারই কারণ হবে এবং সমাধানের কারণ হবে না, তাকে যে ভবিষ্যতে আপনাদের প্রয়োজন হবে না, তা কিভাবে নিশ্চিত হলেন?
বিষয়: বিবিধ
৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন