"মিশর নাকি প্রাচীন সভ্য জাতি?"

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৪ এপ্রিল, ২০১৬, ০৭:০১:১৮ সন্ধ্যা

ছাত্র জীবনে বই খাতায় পড়েছিলাম প্রাচীন সভ্যতার দেশের মধ্যে "মিশর" ও অন্যতম।

ছাত্র জীবন ছেড়েই সূদুর প্রবাসে পাড়ি জমাই ২০০০ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ। অর্থাৎ প্রবাসেই নিজের জীবন থেকে ১৬ টি বসন্তের সমাধি ঘটিয়েছি।

আর এই প্রবাসে আসার সুবাধে বিশ্বের অনেক জাতি মানুষের সাথে পরিচিত হতে সক্ষম হয়েছি, বাঙ্গালি ছাড়া ও অনেক জাতি মানুষের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে।

আসলে প্রবাসে টাকা রোজগার করা যাক বা নাই যাক বিশ্বের বিভিন্ন জাতি সম্বন্ধে ভালো ধারনা পাওয়া যায়।

এবং প্রবাসে থাকলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও সঞ্চয় করা সম্ভব হয়।

প্রবাস জীবনের শুরু থেকেই প্রাচীন সভ্য জাতি "মিশরীয়" লোকদের সাথে কর্ম জীবন শুরু করি, এবং অদ্যবধি তাদের সাথেই আছি। এর কারন হলো এই কোম্পানী মিশরীয় মালিকানাধীন।

আর এই মিশরীয় মালিকানাধীনের সুবাদে নিম্ন শ্রেনীর কর্মচারী থেকে উচ্চ শ্রেনীর কর্মচারী পর্যন্ত মিশরীয়দের দখলে। বিশেষত পুরো অফিস কর্মচারী মিশরী।

কর্ম জীবনের শুরু থেকেই তাদের সাথে তাল মিলাতে অনেক ধাক্কা খেয়েছি, এর মুল কারন আরবী ভাষা জানিনা।

এবং আমার সাথে যারা কাজ করতো তারা আরবী ছাড়া কিছুই জানেনা।

অনেক কষ্ট করে বাঙ্গালী বড় ভাইদের কাছ থেকে আরবী শিখার চেষ্টা অব্যাহত রাখলাম। আমার এক বড় ভাই ওয়াহিদুর রহমান উনি আমাকে আরবী শিখতে যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং উনি অনেক স্নেহ করতেন, উনার কাছে আমি চির কৃতজ্ঞ।

প্রথম প্রথম তাদের (মিশরীয়দের) আচরন দেখে হতভম্ভ হয়ে যেতাম, ভাবতাম বই পুস্তকে লেখা দেখলাম ওরা নাকি প্রাচীন সভ্য। কিন্তু ওদের আচরনে মনে হয় প্রাচীনকাল থেকেই ওরা অসভ্য।

আস্তে আস্তে তাদের সাথে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করলাম, যেহেতু তাদের সাথেই কর্ম ক্ষেত্রে থাকতে হবে।

মনকে এটাই শান্তনা দিতাম সব জাতির ভিতরে ভালো মন্দ লোক থাকে, আমি হয়তো মিশরীয় খারাপ লেকদের সাথে বসবাস করছি।

দিন যেতেই থাকলো, মাঝে মধ্যে উচ্চ শ্রেনীর কর্মচারীদের সাথে কথা বার্তা বলতে হতো। কিন্তু যেই লাউ সেই কদু।

ওদের নিম্ন শ্রেনী আর উচ্চ শ্রেনীর মধ্যে কোন তফাৎ নেই। মূলত ওরা ফেরাউনের বংশধর। তারা নিজে নিজেই বলে আমরা ফেরাউনের বংশধর।

তাদের চামড়া শুধু পরিষ্কার, কিন্তু তাদের মত খাচ্চড় আর নিচু মানসিকতার কোন জাতি আছে বলে আমার মনে হয় না। যারা মিশরীয়দের সাথে কাজ করেছেন তারা আমার সাথে দ্বিমত পোষন করতে পারবেন না।

তাদের এই নিচু মানসিকতার কারনে সৌদী আরবে অনেক কোম্পনীতে চাকুরি তো দুরের কথা গেইটে প্রবেশ নিষেধ। এমনকি গেইটে লেখা আছে "মিশরী" প্রবেশ নিষেধ।

আজ আমার ব্যাক্তিগত কাজে কোম্পানীর প্রথম শ্রেনীর একজন কর্মচারীর সাথে আলাপচারিতা হয়, অবশ্য এর আগে উনার সাথে ৩/৪ বার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

কাজের ফাঁকে উনি বলতেছেন বাঙ্গালী এটা বাঙ্গালী ওটা, সহ্য করতে পারছিলাম না। কারন আমাকে কিছু বললে কষ্ট হতো না, কিন্তু আমার জাত নিয়ে তিরষ্কার করতেছে।

অবশেষে আমার ধৈর্য্যের বাধ ভেঙ্গে গেলো।

বলেই ফেললাম- Sir please don't say anything about my caste.

Bangali may be poor, but we are not savages like you.

I have 16 years of service to this company, I have met many people, but the Egyptian people have not seen the heathen nations.

Student life i read in the book of the ancient civilized land of Egypt, but saw the land of ancient Egypt savage.

Excuse me, I did not want to say that I was forced to say that your behavior.

বেচারা আমার মুখপানে শুধু চেয়ে রইলেন, শেষের শব্দটা ছিলো সরি আবুবকর।

খুব জানতে ইচ্ছে করে কোন ভদ্রলোক মিশরকে প্রাচীন সভ্যতার দেশ ঘোষনা করেছেন?

যিনি মিশরকে সভ্য জাতির খেতাব দিয়েছেন তিনি নিশ্চয় ফেরাউনকে ভয় করে খেতাবটি দিয়েছিলেন, নতুবা সভ্য শব্দের আগে "অ" অক্ষরটা যোগ করতে ভুলে গিয়েছিলেন।

বিষয়: বিবিধ

১৭৬৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365748
১৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
আবু জান্নাত লিখেছেন : মোটামুটি সত্য বলেছেন। তবে এর মাঝে অনেক ভালো লোক আছেন।

আমি আমিরাতে মিশরী খৃষ্টানের অধিনের প্রায় ৫ বছর কাজ করছি। প্রথম প্রথম হয়তো কিছুটা কষ্ট পেতাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে তারা বান্দার হক সম্পর্কে খুবই সচেতন। সৎ অনেষ্ট বলা যায়।

হবে হ্যাঁ, মোটের উপর হিসেব কসলে বেশির ভাগই খারাপের মধ্যে পড়বে। ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৭
303475
অভিমানী বালক লিখেছেন : ভালো লোক ও আছে, তবে তাদের মধ্যে ছ্যাচরা একটু বেশি।
আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
365750
১৪ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমারযেই মার্কেটের দায়িত্বে আছি সেই মার্কেটের কাস্টমার ৮৫% হবে মিশরী। তাই আপনার সাথে আমি ১০০% সহমত পোষণ করলাম।
১৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৭
303476
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ সহমত পোষনের জন্য।
365762
১৪ এপ্রিল ২০১৬ রাত ১০:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিসর কিন্তু অনেক নবির আবাসভুমিও
১৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৮
303477
অভিমানী বালক লিখেছেন : অনেক নবী এসে ও তাদেরকে ঠিক করতে পারে নাই।
ধন্যবাদ।
365775
১৫ এপ্রিল ২০১৬ রাত ১২:১৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এতে অবাক হবার কি আছে ভাইয়া? সভ্যতার দাবিদার আমেরিকা ইরাকে ১৪ লাখ মানুষ হত্যা, হাজার হাজার ধর্ষণ করেও যদি বলতে পারে তারাই সভ্য, মুসলিমরা বর্বর, আফগানিস্তানকে শ্বশানে রূপান্তরিত করে, নারীদের ক্যাম্পে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করেও যদি রাশিয়া দাবি করতে পারে তারাই সভ্য- তাহলে মিশরীয়রা আর কি দোষ করল? সভ্যতার মাপকাঠি তো আর মানবিকতা, পরোপকার চ্যারিটি না- সভ্যতার মাপমাঠি হল কারা শক্তিমত্তায় শক্তিশালী ও জাতিকে দাস বানিয়ে রাখার যোগ্যতা রাখে? অন্য জাতির জীবন ধ্বংশ ও সম্পদ লুটপাট করে কে নিজের দেশকে অধিক উন্নত, জাকজমক করতে পারে? আর যখন একটি জাতি এসব করার যোগ্যতা রাখে তখন স্বাভাবীকভাবেই নিজেদের হাতে জ্ঞান-বিজ্ঞানের চর্চাও তাদের দখলে চলে যায়। তো প্রাচীন মিশরীয়রা সত্যি ছিল দুর্দান্ত প্রতাপশালী রাষ্ঠ্র। ইহুদিরা ছিল তাদের দাস। কৃষি,শিল্প, বিজ্ঞান, নগরায়ন ষব দিকেই তারা ক্ষমতাশালী, অহংকারী তাদেরকে অন্য জাতি ভয় করত। এটাই হল আসল কথা।
১৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৯
303478
অভিমানী বালক লিখেছেন : সুন্দর ভাবে ব্যখ্যা করার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
365787
১৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৩
আফরা লিখেছেন : সব জায়গায়ই ভাল- মন্দ আছে ।এই যে আপনি যেমন তাদের কয়েক জনের ব্যবহার দেখে তাদের জাত নিয়ে প্রশ্ন তুলেছেন । তেমনি তারাও হয়ত কোন বাংলাদেশীর কাছ থেকে খারাপ কিছু পেয়েছে তাই তারা ও আপনার ভুল পেলেই আমাদের জাত নিয়ে বলেছে ।


আর আপনি যেহেতু মিশরীয় কোম্পানিতে কাজ করেন ,সেখানে উচ্চ শ্রেনী থেকে নিম্ন শ্রেণী কর্মচারী যেহেতু মিশরীয় তাই তাদের কাছ থেকে ভাল ব্যবহার পাবেনই না , আপনাকে কোনঠাসা হয়েই থাকতে হবে এটাই স্বাভাবিক ।

এমনিতে ও দেখবেন আফিসের বস তার কর্মচারিদের কাছে কমই ভাল হতে পারে । কাজ আদায়ের ব্যাপার থাকে তো।

ভাইয়া ওখানে তেল চলে না ---- বেশী বেশী তেল দিবেন এটা কিন্তু সবাই খায় ।

ধন্যবাদ ভাইয়া ।

তবে খারাপ কথাও সুন্দর ভাবে বলা যায় ।
১৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২২
303479
অভিমানী বালক লিখেছেন : শুধু আমি নয়, আরাবিয়ানরা ও তাদেরকে পছন্দ করে না।
ধন্যবাদ।
১৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৭
303481
আবু তাহের মিয়াজী লিখেছেন : তাদের অভ্যাস হল, তারা সব বুঝে জানে আর অন্যরা সব বোকা।
আর তারা কি বলে খালি ওইটা শুনবেন আপনি কি বলতে চাচ্ছেন ডোন্ট ক্যায়ার।
আর তাদের বউরা মাথায় হিজাব পরবে কিন্তু জিন্স প্যান্ট টিশার্ট পরে ঘুরবে।
এক কথায় তাদের অহংকার এত বেশি যা বলে বুঝান যাবেনা।
আমার অভিজ্ঞাতা প্রায় ১৪ বছরের।
১৫ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৯
303486
অভিমানী বালক লিখেছেন : আপনার সাথে সহমত পোষণ কড়ছি মিয়াজি ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File