তিন স্বৈরশাসক আব্দুল ফাত্তা আল-সিসি , শেখ হাসিনা ও আবদুল্লাহও ছাড়া সকল মুসলিম শাষকরা ইস্তাম্বুলের সম্মেলনে যোগদান করেছেন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ এপ্রিল, ২০১৬, ০৫:২৮:২৬ বিকাল

মুসলিম বিশ্বের মধ্যে বিরাজমান মতপার্থক্য দূর করার লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক শীর্ষ সম্মেলন সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে সমবেত হয়েছেন বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
দুদিন ব্যাপী এ শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়েছে এবং এতে ভাষণ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠার তুরস্ক এই প্রথম এ সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজন করল।
শুক্রবার এরদোগানের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শীর্ষ সম্মেলন শেষ হবে।
এবারের বৈঠকে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে সৌদি রাজা সালমান বি আবদুলআজিজ, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি অংশ নিয়েছেন।
তুরস্ক বলছে, বিশ্বের ১৭০ কোটি মুসলমানের মধ্যে মতপার্থক্য নিরসন করার চেষ্টা করবে তারা।
তবে সিরিয়া ও ইয়েমেন সংকট এ সম্মেলনে কালোছায়া ফেলেছে। সৌদি আরব ও তার প্রতিদ্বন্দ্বী ইরান দুটি দেশের সঙ্কটে বিপরীতে মেরুতে অবস্থান নিয়েছে।
সাবেক উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলে, যেখানে বসে উসমানীয় শাসকরা কয়েক শতাব্দী শাসন করেছেন, আয়োজিত এ সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্মেলনে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব নেতাই অংশগ্রহণ করলেও মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি অংশ নেননি। অংশগ্রহণ করেননি জর্ডানের রাজা আবদুল্লাহও।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শীর্ষ সম্মেলনে যোগদান করেননি।
বিষয়: বিবিধ
১৫৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সম্মেলন মুসলিম রাষ্ট্রপ্রধানদের। ধর্মনিরপেক্ষতা বা ধর্মহীন কে সেখানে আশা করা যায় কেমনে!!!
ধন্যবাদ মন্তব্য করার জন্য
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন