শহরের লাল ঘাম
লিখেছেন লিখেছেন চাতক ১৪ এপ্রিল, ২০১৬, ০৭:০৪:০৯ সন্ধ্যা
শহরে আবার রাত নেমেছে
কানায় কানায় পূর্ণ সে রাত
আজ সারারাত বাইরে কাটাবে আমার প্রিয় শহর
রাতের গায়ে লেগে আছে কত কালো কালো সুখ
একি! সারা শহর আমার ঘেমে একাকার
তবে কী দুঃস্বপ্নে জেগে উঠেছে আমার শহর?
নাতো! দুঃস্বপ্ন নয়, শহরে কিসের যেন হানা!
মতিঝিলে, শাপলায়, সেনানিবাসে, ব্যাংকে
কার যেন গভীর নখর...
আমার শহর তো ঘেমে যায়নি
ঘাম কি লাল হয় ?
বিষয়: সাহিত্য
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন