বাড়াবাড়ির ও সিমা থাকে কিন্তুু ! শহীদ মিনারে খালেদার প্রবেশ রুখবে আওয়ামী প্রচারলীগ !! এটা কত কঠিন বাড়াবাড়ি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:২৪:১৯ বিকাল



মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া বিরূপ মন্তব্য প্রত্যাহার না করলে তাকে ২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ।

যদি প্রশ্ন করি যদি খালেদা জিয়ার কথায় তোমাদের গা জলে তবে জনগনের সামনে সঠিক লিস্টটা কি দিতে পারবা ! মুর্খর দল!!

৪৪ বছর পরের কোন প্রমান ছাড়া যদি গায়ের জোরে বিচার করতে পারেন তবে দেশের যে্ই লোকগুলি ১৯৭১ সালে মারা গেছে তাদের নাম ঠিকানা গুলি দেখান ! জনগন আপনাদের কথা বিশ্বাস করবে এবং আপনাদের সাথে থাকবে।

নতুবা অযথা মিথ্যা কথা বলে সম্মানী লোকদেরকে আর অপমান করার চেষ্টা করবেন না । এই দিন কিন্তু কয়েক ঘন্টা পরে সন্ধার মাধ্যমে রাতে পরিনত হবে ।

দেশের জনগন কিন্তুু সমস্ত অন্যায় আচরন মনে রাখতেছে পটপরিবর্তন হলে কিন্তু আপনাদের আন্ডাবাচ্ছারা দেশের কোন এলাকায় থাকতে পারবে না বলে দিলাম।

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359889
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাড়ি থেকেই বেড় করতে পারছে। এটা আর কি!!
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১৫
298334
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সময় কথা বলবে ইনশাআল্লাহ
359911
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৫৯
শেখের পোলা লিখেছেন : কিযে বলেন, সাদ্দাম গাদ্দাফী যে ভুল করেছে ওরা তা করবে না৷ আর ওরা মরবেও না৷
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১৫
298335
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন
359931
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:১৮
হতভাগা লিখেছেন : খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে এর চেয়েও বেশী বাড়াবাড়ি করেছেন ।

১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১৬
298336
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কেউ বলতে পারবে কত জন লোক ৭১ সালে মারা গেছে? কারোর কাছে কি লিস্ট আছে?
না থাকলে ৬৮ হাজার গ্রাম থেকে এই লিস্ট সংগ্রহ করতেছে না কেন?
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৯
298339
হতভাগা লিখেছেন : স্বাধীনতার একচ্ছত্র অধিপতি বঙ্গবন্ধু যেটা বলেছেন সেটাকেই মেনে আমাদের চলতে হবে । বঙ্গবন্ধুর উপরে বাংলাদেশে আর কেউ কি আছে ?
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩৯
298354
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সে বাকশাল করার পরে মারা গেল এখন যে তার মেয়ে বাকশাল বাদ দিয়ে আওয়ামিলীগ বানালো সুতারাং বঙ্গবন্দু টন্ধু নাই দাদা ওরা নিজেরাই ভঙ্গ করেছে
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২১
298360
শেখের পোলা লিখেছেন : একজনের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে শোনা কথা প্রচার করে৷--হাদীশ৷ হতভাগা ভাই, সেটাই কি পছন্দ আপনার?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File