সাতটি নক্ষত্রে যাদের নাম লেখা আছে

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০৬ এপ্রিল, ২০১৫, ১২:১৪:৪০ দুপুর

আমি যখনই আকাশের দিকে দেখি...

সাতটি তারা যেন মিলেমিশে চেয়ে আমাদের দিকে

প্রতিটি তারায় খচিত রয়েছে

একটি দেশ একটি নাম..যার লাল সবুজ পতাকা

ওই দেখা যায় তার উচ্চস্থান।

বীর কখনো মরে না... মর্যাদার শীর্ষে অবস্থান নিয়ে বাঁচে

সমুদ্রের বিশালতায় ওদের শিল্প গাঁথা হৃদকমল ছুঁয়ে যায়

তখন সীমার মধ্যে অসীমের জায়গা করে নেয়।

তেমনি সাতটি রত্ন বীরশ্রেষ্ঠ আমাদের

আমরা ভুলি নাই ভুলব না কখনো

যতদিন নক্ষত্ররা চুপিচুপি কথা বলবে

যতদিন টেকনাফ তেতুলিয়ার জনস্রোত বইবে

মাঠে ঘাটে জোয়ানদের থাকবে হাঁক ডাক...

ততদিন স্মৃতির পাতায় আলো জ্বলবে বাংলাদেশে।

তুমি তো ভুল করনি আমাকে এদেশে জন্মে

হে প্রভু বরং পর্বতের মতো উচ্চাসন পেয়ে গেছি

যেখানে পলাশি আম্ল কাননে বীণার সুর বাজে

যেখানে বায়ান্ন কথা বলে বিশ্বত একুশে

যেখানে দেশপ্রেমিকের আহ্বানে সাড়া দেয় আমজনতা

এইটি উদ্যানের শীখা চিরন্তনী;

আমি সম্মান জানাতে তাদের কাতারে সারিবদ্ধ আছি

সাতটি নক্ষত্রে যাদের নাম লেখা আছে।

বিষয়: সাহিত্য

৯১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313222
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : বীরের প্রশংসা করতে গিয়ে তারার মাঝে তাদের দেখতে পাওয়া, প্রশংসার বাড়াবাড়ি হয়ে গেলো না???? কি মনে হয়য় আপনার? ভেবে দেখেবন।

সুন্দর লিখেছেন।
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:০১
254285
মোঃজুলফিকার আলী লিখেছেন : ধন্যবাদ জনাব গাজী সালাউদ্দিন। কাব্যের সুন্দর্যের জন্য আল্লাহ প্রকৃতির সাথে যে কোন তুলনা করা যায় এতে বাড়াবাড়ির কিছু নেই। তবে মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।
313902
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩২
egypt12 লিখেছেন : ভালো লেগেছে
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:১১
254972
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব। ভাল থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File