আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর সময় এখন নাই। স্বাধীনতার প্রাককালে আইনকে বৃদ্ধাংগুলি দেখানোর ফলে দেশ স্বাধীন হয়েছিল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ এপ্রিল, ২০১৫, ১২:৪৬:২৪ দুপুর
বিরোধী দল যতই আইনকে শ্রদ্ধা করছে সরকার ততই আইনের কাধে বন্দুক রেখে বিরোধী দলকে ঠেংগাইয়ে যাচ্ছে।
বিএনপি বিগত ৫ বছর আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে অহিংস আন্দোলন করেছে তাতে ফল যা হবার তা হলো বিএনপির বড় বড় নেতাদের নামে শত শত মামলা ঠুকে তাদেরকে পংগু করে দিয়েছে।
৫ই জানুয়ারীর নির্বাচনের আগে যেই একটু অসহযোগ দেখাতে গিয়েছে ওমনি বিরোধী দলের সিনিয়র নেতাদেরকে জেলে পুরতেই শুধু শুরু করেনি রিতিমতন চোর ডাকাতদের থেকে স্বীকারউক্তি আদায়ের জন্য যেমন রিমান্ডএ নেওয়া হয় তাদেরকে দিনের পর দিন রিমান্ড দিয়ে পংগু করার মতো অবস্থা তৈরী করেছে।
বিএনপির প্রথম সারির নেতারা বর্তমানে প্রায় সবাই জেলে আছে আর তাদের জোটের বৃহত দল জামায়াতের নেতাদের কথাতো আর বলার অপেক্ষাই রাখে না। তারা সবাই জেলে অথবা দুএকজন যারা বাইরে আছে আত্মগোপনে আছে।।
তৃনমুলের নেতাদেরকে প্রতিদিন বিশেষ অভিযানের নামে গ্রেফতারতো করতেছেই । প্রতিটা জেলখানা আজ গুয়ানতোনামাবে কারাগার হয়ে গেছে । সেখানে ধারন ক্ষমতার চেয়ে কয়েকগুন লোককে গাদাগাদি করে রাখা হয়েছে ।
এমতাবস্তায় আমরা যদি এখনো আইনের প্রতি শ্রদ্ধা দেখানে থাকি তবে দেখা যাবে একসময় সারাদেশ বিরোধীদল শুন্য হয়ে যাবে। তাই সবাইকে ১৯৭১ সালের মতো আইনকে বৃদ্ধাংগুলি দেখাইয়া এই দানবরুপি মানবদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়তে হবে । এই দানবরা দুনিয়ার কোন লোকের প্রতি বা সংস্থার প্রতি শ্রদ্ধাশীল না । ইউরোপিয় ইউনিয়ন, জাতীসংঘ,এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধীকার কাউকে তোয়াক্কা করতেছেনা । একেএকে তাদের মর্জিমত বিরোধী দলকে দমন করে সামনে দিকে অগ্রসর হচ্ছে।
সুতারং আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারে প্রশাসনির অবকাঠামোকে বিকল করে দেই তারপর ধিরে ধিরে সরকার নিতির পরির্বতন করতে বাদ্ধ হবে।
নরম কথায় বা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকারের বিন্দুমাত্র মতের পরিবর্তন করা যাবে না
বিষয়: রাজনীতি
১০৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু সেই আইন তারও কোন কাজে আসে নাই।
মন্তব্য করতে লগইন করুন