- হট সিনেমা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৫, ১২:৪৭:২২ দুপুর

ছেড়ে দে, ছেড়ে দে শয়তান
দেহ পাবিতো মন পাবিনা
ভয় পাবেননা, চলছে শুটিং
এটাই এখন হট সিনেমা।
চৌধুুরী সাহেব! আপনার মেয়েকে
নিয়ে গেলাম, নিতে আসবেননা
ভয় পাবেননা, গুম হবেনা
চলছে শুটিং, হট সিনেমা।
টিশুম টিশুম টিশুম, টিসিয়া
ফুটছে গুলি, হাত বোমা
ভয় পাবেননা, চলছে শুটিং
এটাই হবে হট সিনেমা।
তুমি আমার হাঃআ
আমি তোমার হাঃআ
মিল হয়েছে ছবির শেষে
গানের দৃশ্য বাহঃআ।
তারপর কাটপিছ
জামা কাপড় শটপিছ
পয়সা উসুল, মিস করবেননা
এটাই এখন হট সিনেমা।
০৬.০৪.২০১৫/০৯.১০
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
একটু প্রশান্তির পরশ পেতে-
চেপে ধরি কান!!
জব্বর হইছে
মজারু হইছে
অট্ট হাসি খিক খিক
মন্তব্য করতে লগইন করুন