কেমন করে সই
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৭:২৬:১০ সন্ধ্যা
তোমার খবর পাতা জুড়ে
আমার খবর কই ?
আমার কাঁধে ছেঁড়া বস্তা
তোমার কাঁধে বই।
তোমার একটু অসুখ হলে
পড়ে যে হইচই
অসুখ আমার নিত্য সঙ্গী
তোমার মতো নই ।
তোমার ঘরে ভালো খাবার
দুধ কলা আর দই
কুকুর আমার খাবার সাথী
চেয়ে দেখো ওই!
চোখে আমার শ্রাবণধারা
বয়েছে থইথই
এই বয়সে এতো ব্যথা
কেমন করে সই !
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুধ কলা আর দই
কুকুর আমার খাবার সাথী
চেয়ে দেখো ওই!
কষ্ট পেলাম এই কাহিনী পড়ে ভীষণ কষ্ট।
মন্তব্য করতে লগইন করুন