বিষয়টা জটিল
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৭:০০:০৫ সন্ধ্যা
সব মানুষের একই রক্ত
মনেতে গরমিল
বিষয়টা জটিল।
ছোট্ট ফিঙে কেমন করে
তাড়ায় শকুন-চিল
বিষয়টা জটিল।
মধ্যরাতে টিনের চালে
মারে যদি ঢিল
বিষয়টা জটিল।
অনেক কবি কাব্য লিখেন
নাই যে অন্ত্যমিল
বিষয়টা জটিল ।
মিডিয়াম্যান হরহামেশা
তালকে দেখায় তিল
বিষয়টা জটিল।
সুন্দরবনের ক্ষতি দেখে
হাসে যে খিলখিল
বিষয়টা জটিল।
বড়কর্তা বসেবসে
বানায় ভূয়া বিল
বিষয়টা জটিল।
অনেক নেতা যাচ্ছে দেখা
বুদ্ধিতে কুটিল
বিষয়টা জটিল।
বিষয়: সাহিত্য
১২৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন