মহানবী (সাঃ)-এর কার্টুন আঁকার প্রতিবাদ
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ১৬ জানুয়ারি, ২০১৫, ০৫:৩০:৪৯ বিকাল
ওরে পামর ওরে পিশাচ
শুনরে কথা শুন
আঁকিস কেনো মহানবীর
কাল্পনিক কার্টুন ?
ওরে উজবুক-হতভাগা
নাই তোদের স্মরণ !
কোটিকোটি মানুষের তো
তিনি প্রিয়জন।
বিশ্বনবীর কার্টুন এঁকে
করিস প্রহসন
বুকের মাঝে হচ্ছে শুধু
রক্ত যে ক্ষরণ।
আগুন নিয়ে খেলা কেনো
করিস বারংবার
সে আগুনে জ্বলে-পুড়ে
হবিরে ছারখার।
বিষয়: সাহিত্য
১৪০০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করিস প্রহসন
বুকের মাঝে হচ্ছে শুধু
রক্ত যে ক্ষরণ।
সত্য কথা
দুনিয়ার সব কিছুর চেয়ে প্রিয় নবী সাঃ এর অবমাননা মুমুন হ্রদয়কে আহত করেছে! মুসলিম রাষ্ট্র প্রধানরা এখনো চুপ করে আছে!
ধ্বংশের জন্যে বেশী অপেক্ষা করতে হবে না...।
ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন