ব্যাপারটা খুব ধোয়াশা
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৯:১২:০১ রাত

চারিদিকে সবাই চুপ
মা জননী কাঁদে খুব
তেইশ ঘন্টা চলতে থাকে চেষ্টা
জেগে থাকে যেনো পুরো দেশটা।
অবশেষে লাশ আসে
পুরোদেশ শোকে ভাসে
জিহাদ তুমি চলে গেছো দূরে
কাঁন্না করছে সবাই করুণ সুরে।
এ কী করলো ওয়াসা
ব্যাপারটা খুব ধোয়াশা
খোলা কেনো থাকলো পাইপের মুখটা
ক্ষোভে সবার ফেটে যাচ্ছে বুকটা ।
বিষয়: সাহিত্য
১৩৮৫ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সরকার পক্ষের এটাই কাম৷
যাকনা মরে জনগন,
কাঁদবেনাতো ওদের মন৷
এমন রাজা নিপাত যাক,
সকল প্রজা শান্তি পাক৷
বেদনাবিধূর-ঘটনাবহুল আজ প্রতিটি সকাল ।
মন্তব্য করতে লগইন করুন