মিথ্যার ওপর সত্য হবে জয়ী
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ০৮ জানুয়ারি, ২০১৫, ০৬:৩৬:৩৭ সন্ধ্যা
সত্যকথা কেউ শুনেনা কানে
এ কথাটা জানে সবাই জানে।
সত্য শুনলে মুখ হয়ে যায় কালো
মেঘ পারেনা ঢাকতে সূর্যের আলো।
সত্য বললে রয়নাতো কেউ আপন
জেনেবুঝেই সত্য করে গোপন।
সত্যকে তাই মিথ্যে দিয়ে ঢাকে
সত্য বলায় ষড়যন্ত্রও আঁকে।
সত্য এখন বন্দি মিথ্যাজালে
সত্য কাঁদে পর্দার অন্তরালে ।
সত্য ঠিকই আলো হয়ে হাসবে
মিথ্যাবাদী অশ্রুজলেই ভাসবে।
চলছে এখন সত্যমিথ্যার দ্বদ্ধ
মিথ্যাবাদীর হৃদয়টা যে অন্ধ ।
মিথ্যা কভু হয়না কল্যাণময়ী
মিথ্যার ওপর সত্য হবে জয়ী।
বিষয়: সাহিত্য
১১৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন