মন চায় উড়াল দিতে
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪০:৫০ বিকাল
যখন আমি মরুর পথে হাঁটি একাএকা
হঠাৎ করে তোমার সাথে যদি হতো দেখা
এ কথাটা ভাবতে আমার কিযে ভালোলাগে!
দিবানিশি তোমার জন্যে মনটা শুধু জ্বলে
চারিদিকে তাকাই আমি তাকাই খেজুরতলে
কিন্তু তুমি চলে গেছো অনেক অনেক আগে।
ক্ষ্যাপা রোদে পোড়ে বালি পোড়ে মরুভূমি
এ বালি তো ধন্য হলো তোমার কদমচুমি
প্রতিধ্বনি ওঠে যেনো বুলবুলিদের গানে।
মরুবালি জ্বলছে যেমন মনটা তেমন জ্বলে
ভালোবাসা বুকে নিয়ে ভাসি চোখের জলে
মন চায় তাই উড়াল দিতে মদীনারই পানে।
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ফখরুল ভাই।
ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন