ব্যাপারটা খুব সুক্ষ্ম
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ২৩ ডিসেম্বর, ২০১৪, ১০:১৪:৪১ রাত
জ্ঞানীগণ নীরব থাকেন খুব
চিল্লায় শুধু মুর্খ
ব্যাপারটা খুব সুক্ষ্ম।
কারো মেজাজ খুবই শান্ত
কারো মেজাজ রুক্ষ
ব্যাপারটা খুব সুক্ষ্ম।
কারো মনে ফুর্তি অনেক
কারো মনে দুঃখ
ব্যাপারটা খুব সুক্ষ্ম।
টাকা-পয়সা গৌণ আবার
টাকা-পয়সাই মুখ্য
ব্যাপারটা খুব সুক্ষ্ম।
বিষয়: সাহিত্য
১১৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন