হ্যাপিঃ কাকে দোষ দিব, তোমার লোভকে না ওই লম্পট ক্রিকেটারকে?!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪৯:৪৪ রাত
অভিনেত্রী হ্যাপি ও ক্রিকেটার রুবেল, গভীর প্রেম! গভীর মানে গভীরই। বিয়ে না করেই নাকি স্বামী-স্ত্রী হিসেবে দিনের পর দিন বসবাস করে আসছিল! তথাকথিত আধুনিক ও প্রগতিশীল সংস্কৃতি যা শিখিয়েছে আর কি! ছেলে-মেয়েদের ভিতর সম্পর্ক হতে না হতেই একেবারে গভীর থেকে গভীরতর পর্যায়ে নেমে পড়ে। রঙ্গিন দুনিয়ার আনন্দময় মরিচিকা, সামনে যা আসে তা গিলতে চায়। বাছ-বিচার করার বোধটুকুও যেন থাকেনা। তথাকথিত আধুনিক ছেলেরাও মেয়েদের দূর্বলতা বুঝে নিয়েছে। একসাথে একের অধিকের সাথে প্রেম, সুযোগ মতো মেয়েদের জীবনের শ্রেষ্ঠসম্পদ নিয়ে নেয়া। এরপর বিয়ের চিন্তা অন্যজনকে নিয়ে! এসব ছেলেরা লাম্পট্যপণার সুযোগ তৈরি করে ও ভোগ করে। কিন্তু হ্যাপীদের কি হলো? তারা কি করে?
হ্যাপি নিজেকে এত আধুনিক ও প্রগতিশীল দাবী করো, কিন্তু নিজের শরীর, আব্রু, ইজ্জত আরেকটি ছেলের কাছে বিলিয়ে দেয়া যে ঠিক না, তা বুঝতে পারো না? আশেপাশে এত অধঃপতন দেখেও তোমাদের শিক্ষা হয়না? কিভাবে একজন ছেলের কাছে বিয়ের আগেই সবকিছু সপে দাও? দেয়ার সময় মাথায় আসে না যে প্রতারিত হতে পারো? আসবে কিভাবে? তথাকথিত আধুনিক সংস্কৃতি তো তোমাদের এটিই শিক্ষা দিচ্ছে। তথাকথিত সংস্কৃতিবান হও, আধুনিক হও, অবাধ মেলামেশা করো, উদ্দাম হও, লাম্পট্যপনাতে জড়িয়ে পড়ো। তোমাদের কি এই বোধটুকুও আসেনা যে, তোমার শ্রেষ্ঠ সম্পদই যখন বিয়ের আগে কোন প্রকার সামাজিক স্বীকৃতি ও চুক্তি ছাড়াই একজন ছেলে নিয়ে নিয়েছে তখন পরবর্তীতে সেই ছেলের তোমাকে বিয়ে করার প্রয়োজন কি? তোমার মতো হ্যাপির কি অভাবে পড়েছে ওইসব লম্পটদের জন্য?! তুমি নিজেই স্বীকার করেছো তোমার উপস্থিতিতে সেই কুলাঙ্গার আরো দুইজন মেয়েকে সাথে নিয়ে রাত কাটাচ্ছে। ওদের জন্য এসব সুযোগ তো তৈরি করে দিচ্ছ তোমাদের মতোই আধুনিকরা ও তথাকথিত সংস্কৃতি! আধুনিকতার ও সংস্কৃতির নামে যে এখন লম্পট তৈরির জোয়ার চলছে তা বুঝার মতো বোধটুকুও তোমাদের নেই? নিজের সবকিছু হারিয়েই তোমাদের বুঝতে হয়? হ্যাপি, এই তোমাদের জ্ঞান ও বুদ্ধি?!
হ্যাপি নামের এক অভীনেত্রী সবকিছু হারিয়ে এখন পুলিশের কাছে গিয়েছে সাহায্য পাওয়ার আশায়! তার বিভিন্ন মন্তব্য বুঝার চেষ্ঠা করেছি। সে নিজে স্বীকার করেছে এই কুলাঙ্গার ক্রিকেটারের সাথে নাকি সে দিনের পর দিন স্বামী-স্ত্রীর মতোই থেকেছে। এখন কেন তাকে বিয়ে করতে চাচ্ছে না, কেন অন্য মেয়ের সাথে রাত কাটাচ্ছে এ অপরাধে (?!) মামলা করেছে এবং দাবী করেছে তাকে বিয়ে করতে হবে, অথবা শাস্তি দিতে হবে! কে দিবে শাস্তি! এই সমাজ? এই দেশ, এই আইন?! কিছুই হবে না।
আচ্ছা একজন মেয়ে কিভাবে নিজের সতীত্ব বিয়ের আগেই একজন ছেলেকে সপে দেয়?! হ্যাপি নাকি ওই কুলাঙ্গারকে বিশ্বাস করেছিল?! এটা কি ধরনের বিশ্বাস?! এই বিশ্বাস করা তোমাকে কে শিক্ষা দিয়েছে?! এর নাম বিশ্বাস, সরলতা?! কিছু বুঝতে পারছি না! আধুনিকতা, সংস্কৃতি ও শিক্ষার নামে কি আমাদের সমাজ মেয়েদের মেধা, বুদ্ধি, বিবেক, জ্ঞান সবকিছু লুপ্ত করে দিচ্ছে?! মেয়েরা কি নিজেরাই এখন নিজেদের সেক্স প্রোডাক্ট/মেশিন ভাবতে শুরু করেছে? তা না হলে কিভাবে একজন মেয়েকে নিয়ে তথাকথিত আধুনিক পুরুষ বিয়ে ছাড়াই স্ত্রীর মতো ব্যবহার করতে পারে? মেয়েটিও কেন কিছুই বুঝতে চায় না বা পারে না?!
হ্যাপি সবকিছু সবকিছু হারিয়ে এখন কি বুঝতে পারছো যে সংস্কৃতি ও আধুনিকতা তোমরা ছড়িয়ে দিতে চাচ্ছ সর্বস্তরে তা মেয়েদের শুধুমাত্র ভোগের সামগ্রী হিসেবেই উপস্থাপন করে? না, ওরা তোমাদের কোন সম্মান দেয় না, শুধুই ভোগ করতে চায়। তাই নানা স্টাইলে-আঙ্গিকে তোমাদের উৎসাহিত করে নিজেকে উম্মুক্ত ও মেলামেশা করতে। শেষ পর্যন্ত ওই সব লম্পটরাই সফল আর তোমরা হয়ে যাচ্ছ অস্পৃশ্য, উচ্ছিষ্ট!
তথাকথিত আধুনিকতা তোমাদের মতো নূতন প্রজন্মকে আসলে শিখিয়েছে অনৈতিকতা, নির্লজ্জতা। তার পরিণতি ভোগ করতে হবে। সবার খবর জানা সম্ভব হয়না। কিন্তু তোমাদের মতো কেউ কেউ যখন অসহায় হয়ে খবর হও তখন কিছু বুঝা যায় কি ভয়াবহ অনৈতিকতার কবলে পড়েছে এই সমাজ। নৈতিকতাবিহীন সমাজ, শিক্ষা ব্যবস্থা এই ধরনের হাজারো হ্যাপি ও রুবেল উপহার দিচ্ছে এবং সেই ধরনের ভোগবাদী প্রজন্ম তৈরির কাজ খুব ভালভাবেই চলছে...!
বিষয়: বিবিধ
২৬১৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জিনার মতো কাজ করেও যে দেশের মানুষ বুক ফুলিয়ে তা মিডিয়াতে প্রকাশ করতে পারে, সেই দেশ কতো উন্নত হয়েছে ভাবতেই গা শিউরে উঠে।
তবে স্বাভাবিক ভাবেই মেয়েরা তার শিকার!
এখন হ্যাপি এখানে লুজার সাইডে চলে যাওয়াতে এই মিউচ্যুয়াল জিনিসে রুবেল হয়ে গেল হ্যাপির কাছে ধর্ষক আর আপনাদের কাছে লম্পট!
হ্যাপীর মত যারা আর্ট কালচারের লাইনে থাকে তাদের জন্য এসব ঘটনা পানি ভাত ।
হ্যাপী একজন মেয়ে বলে সবাই তাকে সাপোর্ট করছে । কিন্তু এক হাতে যে কখনই তালি বাজে না সেটা কেন আমরা বুঝেও না বোঝার ভান করি ?
এরকম একটা মিউচ্যুয়াল ব্যাপারে যদি নিজে লুজার সাইডে থাকার ফলে এটাকে ধর্ষন বলে , তাহলে বিয়ে করার পর যদি স্বামী তার কথা মত উঠবস না করে তাহলে তো সেখানেও সে ধর্ষনের মামলা করে দিতে পারে ?
যতদিন আপনারা মেয়েরা এসব মিউচ্যুয়াল ব্যাপারে শুধুমাত্র ছেলেদের দায়ী করার মানসিকতা থেকে বের হতে চাইবেন না ততদিন আপনাদের সাফারিংসও কমবে না ।
মন্তব্য করতে লগইন করুন