প্রকাশিত হয়েছে 'কাশফুল দোল খায়'
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৫৭:০২ সন্ধ্যা
বইমেলা ২০১৫-এ ‘অল্টারনেট বুকস’ থেকে, প্রকাশিত হয়েছে ‘কাশফুল দোলা খায়’। এটি আমার প্রথম ছড়া-কবিতার বই। বইটিতে ৪২ টি ছড়া-কবিতা স্থান পেয়েছে । বইটি বয়সনির্বিশেষে সবার ভালো লাগবে আশা করি। চার রঙা প্রচ্ছদ ও বোর্ড বাঁধাইয়ের বইটি ৩ ফর্মার। মূল্য ৭৫ টাকা। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আফসার নিজাম। পাওয়া যাবে ‘ সাহস পাবলিকেশন্স ‘- এর স্টলে, স্টল নং – ২৬, আর অনলাইন বুকশপ- http://www.rokomari.com
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকুন।
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি!
মন্তব্য করতে লগইন করুন