প্রবাসীর সুন্দরী বউ তার প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়েছে।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:২২:৩৬ সন্ধ্যা
আরেকজন প্রবাসীর সুন্দরী বউ তার প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়েছে। খবরের কাগজে প্রতিনিয়ত এই জাতীয় সংবাদ চোখে পড়ে। বিয়ের কিছুদিন পরে তার স্বামীকে জীবিকার সন্ধানে প্রবাসী হতে হয়। তার একটি পুত্র সন্তানও আছে। বিয়ের পাচ বছরের মধ্য তার স্বামী একবার ও দেশে আসতে পারেনি। এই সময়গুলোতে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রবাস থেকে স্বামী দেশে আসার খবর পেয়েই টাকা-অলংকার নিয়ে সে পালিয়ে যায়। এর জন্য তার স্বামীই দায়ী। বিয়ের পরে পাঁচটি বছর দেশে আসেনি। পরিবারকে সময় দেয়নি।
দীর্ঘ এই সময় কোন প্রবাসীর বউ নিঃসঙ্গ জীবন যাপন করতে পারে না। যে কোন সময় তারা পরকীয়ায় জড়িৃযে যেতে পারে। প্রবাসীদেরকে এই দিকটিতে একটু খেয়াল রাখতে হবে। শুধু টাকার পেছনে না ছুটে বছরের কিছুটা সময় পরিবারের সাথে কাটানো উচিত। তাহলে কিছুটা হলেও বিপদমুক্ত থাকা যাবে।
আরেকজন প্রবাসীর সুন্দরী বউ তার প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়েছে। খবরের কাগজে প্রতিনিয়ত এই জাতীয় সংবাদ চোখে পড়ে। বিয়ের কিছুদিন পরে তার স্বামীকে জীবিকার সন্ধানে প্রবাসী হতে হয়। তার একটি পুত্র সন্তানও আছে। বিয়ের পাচ বছরের মধ্য তার স্বামী একবার ও দেশে আসতে পারেনি। এই সময়গুলোতে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রবাস থেকে স্বামী দেশে আসার খবর পেয়েই টাকা-অলংকার নিয়ে সে পালিয়ে যায়। এর জন্য তার স্বামীই দায়ী। বিয়ের পরে পাঁচটি বছর দেশে আসেনি। পরিবারকে সময় দেয়নি। দীর্ঘ এই সময় কোন প্রবাসীর বউ নিঃসঙ্গ জীবন যাপন করতে পারে না। যে কোন সময় তারা পরকীয়ায় জড়িৃযে যেতে পারে। প্রবাসীদেরকে এই দিকটিতে একটু খেয়াল রাখতে হবে। শুধু টাকার পেছনে না ছুটে বছরের কিছুটা সময় পরিবারের সাথে কাটানো উচিত। তাহলে কিছুটা হলেও বিপদমুক্ত থাকা যাবে।
বিষয়: বিবিধ
২১৩২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে এই জন্য প্রবাসি এবং তাদের পরিবার ও দায়ি। অনেকেই বিদেশে ২-৩ বছর কাটিয়ে এসেই বিয়ে করে ফেলেন। বিয়েতে অধিক অপচয় করে আবার বিদেশ যান। অন্যদিকে অনেক প্রবাসি বেশি আয় করার জন্য দেশে আসেন না এমনকি তার পরিবার থেকে না আসার জন্য চাপ দেওয়া হয়।
মিলিয়ন ডলারের প্রশ্নঃ যে গাধাটি প্রবাসে দিনরাত্রি পরিবারের জন্য খেটে যাচ্ছে সে বি প্রবাসে সঙ্গী নিয়ে বসবাস করতেছে?
মন্তব্য করতে লগইন করুন