নামায
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৫ জুলাই, ২০১৭, ০৬:২৫:৩১ সকাল
রাইসা নামের ছোট মেয়েটি এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েও নামায পড়া থেকে বিরত থাকতে পারেনি। রাত তখন দশটা। বাসা থেকে বাবার ফোন পেয়ে রাইসা তাড়াতাড়ি নামায পড়ে। ইনশাঅাল্লাহ বড় হয়েও সে নামাযের প্রতি যত্নবান হবে। কেননা সে আদর্শ বাবার আদর্শ মেয়ে। তার জন্য অন্তর থেকে দুঅা করি।
অপ্রিয় হলেও সত্য যে, বেড়াতে গিয়ে খোশগল্পে লিপ্ত হয়ে অথবা মেকআপ নষ্ট হবার আশাংকায় অনেক নারী নামায পড়েনা। অনেক নামাযী পুরুষও বেড়াতে গিয়ে অবহেলা করে নামাযের ওয়াক্তে নামায পড়েনা।
কোথাও বেড়াতে গিয়ে নামায পড়া থেকে বিরত থাকা মোটেও উচিত নয়। কেননা সঠিক সময়ে নামায পড়তে হয়। তাই বেড়াতে গিয়েও নামায পড়তে হবে। পরিবারের সদস্যদেরকে ও নামায পড়তে নির্দেশ দিতে হবে।
Mohammed jamal uddin
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন