১৯৭১ সালে মা বেঁচে গিয়েছিলেন বলে-
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৬ ডিসেম্বর, ২০১৬, ০৬:৫৫:৫৪ সকাল
۩۞۩ ১৯৭১ সালে আমার মা ও আপা অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন-۩۞۩
১৯৭১ সালে যুদ্ধ কালীন সময়ে চট্টগ্রামের নাজিরহাটে পাক বাহিনী অবস্থান নিয়েছিল। পাক-বাহিনীর ভয়ে আমাদের গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছিল। ১৯৭১ সালে যুদ্ধের আগে আমার আপা জন্ম গ্রহন করেছিলেন। আর যুদ্ধকালীন সময়ে আমার বাবা শহরে অবস্থান করেছিলেন। সেই সময়ে বাড়ীতে মাত্র ২০টির মত ঘর ছিল। চারিদিকে ফাঁকা। পুরুষ শূন্য গ্রামে বাড়ীর মহিলারা চরম আতন্কের মধ্য দিন কাটাত। হঠাৎ একদিন নাজিরহাট থেকে পাক-বাহিনীর ছুড়া গোলায় আমাদের ঘরের কাঠের দরজা ছিদ্র করে বাইরে চলে যায়। আর দরজার পাশে আমার মা আমার শিশু আপাকে কোলে নিয়ে দাড়িয়ে ছিলেন। অল্পের জন্য আমার মা ও আপা রক্ষা পেয়েছিলেন। একটি গোলার আঘাতে আমার মা ও আপার ক্ষতি হতে পারত। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমার মা ও আপা বেঁচে ছিলেন বলে আমি দুনিয়াতে আসার সুযোগ পেয়েছিলাম।
(লিখাটি ২০১২ সালে ১ ডিসেম্বর সোনারবাংলাদেশ ব্লগে প্রকাশিত হয়েছিল)
বিষয়: বিবিধ
১৬৪৯ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন