সীমান্তের ডাক
লিখেছেন লিখেছেন udash kobi ০৫ জুলাই, ২০১৭, ০১:০২:১৩ রাত
সীমান্তের ডাক
- আহমাদ সা-জিদ(উদাসকবি.
........................................।
এসো সবাই ভোরের ভ্রান্তিতে
পদব্রজে বের হই লুঙ্গি পরে!
সীমান্তের কাঁটা বেঁধেছে গলে
আরামের শয্যা নেই আজ ঘরে!!
ঘুম আজ গুম হলো সারাবাংলা
পরিবার কাঁদে নিখোঁজ সংবাদে!
প্রান্তিকের মেলে না বার্তা সঠিক
কে জানি আবার পরে যায় ফাঁদে!!
যা পারিস খেয়ে যা গোর অবধি
শয়তান হয়ে যাক তোর মিত্র!
রক্তের দামে কেনা এই পতাকা
পাল্টে ফেলিস না তব মানচিত্র !!
বিষয়: সাহিত্য
৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন