কান আছে মগজ নাই
লিখেছেন লিখেছেন udash kobi ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৪:৩২ দুপুর
শুনতে কথা লাগবে কান
কান নিয়েছে চিলে
চিলের পিছে ছুটছে মানুষ
মারবে তাকে ঢিলে।
পিছন থেকে ডাকছে বাবা
হাত দিয়েই দ্যাখ না হাবা
কানটা আছে তোর মাথাতেই
খাস না মগজ গিলে।।
বিষয়: সাহিত্য
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন