ঘটনাটা বিচ্ছিন্ন, দুর্ঘটনা মাত্র!
লিখেছেন লিখেছেন udash kobi ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৮:০৭ সন্ধ্যা
ঘটনাটা বিচ্ছিন্ন, দুর্ঘটনা মাত্র!
------------------------------------
আগুনের ত্রাসে দগ্ধ মানবতা
পুড়ছে বিবেক বাড়ছে অজ্ঞতা
লেলিহান শিখা দেখে যদি কারো জ্বলে গাত্র
বলছি তাদের, ঘটনাটা বিচ্ছিন্ন, দুর্ঘটনা মাত্র
শোকাহত মনে সমবেদনা আর
জনতার অর্থ বিনামুল্যে সৎকার
তারপরও যদি না থামে বিক্ষোভ অদম্য পাত্র
বলছি করজোড়ে, ঘটনাটা বিচ্ছিন্ন, দুর্ঘটনা মাত্র
বিদ্যের সাথে সিদ্ধি না মেলে
কী হবে আর পাঠশালা খেলে
ছাত্রত্ব টিকাতে চাই রাজনীতি
মেধার সাথে শক্তির সম্প্রীতি
নগ্ন যোগ্যতায় ক্ষমতার বড়াই, মরবে না হয় কিছু ছাত্র
এ আর এমন কী-? বলবো,ঘটনাটা বিচ্ছিন্ন, দুর্ঘটনা মাত্র
আদার সাথে জাহাজের সংযোগ
নিরামিষ আমলায় উৎকোচ রোগ
চুনোপুটি গিলে বাড়ে বোয়ালের ভুঁড়ি
পুকুরের সাথে যখন সাগরের চুরি
ব্যাংক লুটপাট অর্থ লোপাট কোটি টাকার ক্ষাত্র
বলছি করজোড়ে, ঘটনাটা বিচ্ছিন্ন, দুর্ঘটনা মাত্র
ক্ষমতার মমতায় কিছু মারামারি
উন্নয়ণ স্বার্থে শাসকের বাড়াবাড়ি
রক্তঝরা, নিষ্পাপ কিছু দেহদান
স্বৈর উল্লাসে জনতায় আহ্বান
হরতাল অবরোধ ভাঙ্গচুর চৌচির হয় যদি বঙ্গধাত্র
বলবো করজোড়ে- ঘটনাটা বিচ্ছিন্ন, দুর্ঘটনা মাত্র
#আহমাদ সাজিদ (উদাসকবি)
বিষয়: সাহিত্য
৮৯০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন