মুখে ‘লা~ ইলাহা ইল্লাল্লাহ’ বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না!

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৮:০৫ বিকাল



এক বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসত, তিনি তার পরীক্ষা নিতেন। তিনি কিছু তোতা পাখি পালতেন। যাদেরকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হল; “শিকারি আয়েগা; দানাডালেগা; জাল বিছায়েগা; ফাসনা নেহি"। অর্থাৎ শিকারি আসবে, দানা দিবে, জালপাতবে, ফেঁসে যেও না”। যখনই নতুন কোন ছাত্র আসত তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন যাও ঐগাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আস।পাখিগুলো মানুষ দেখা মাত্রই গান গাইতে শুরু করত এই বলে, “শিকারি আয়েগা; দানাডালেগা; জাল বিছায়েগা; ফাসনা নেহি”। তখন বেশিরভাগ ছাত্ররাই ফিরে আসত এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবেনা। কিন্তু যদি কোন ছাত্র জাল পাতত আর দানা দিত তবে দেখত যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তাই জানে না। পাখিগুলো জানে না শিকারি কি জিনিস ! জাল কি জিনিস ! ফাসনা কি জিনিস ! তাই মুখে যতই গান গাক না কেন তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে। আমাদের অবস্থাও ঠিক যেন এই তোতা পাখির মতই হয়ে গেছে। আমরা মুখে ‘লা~ ইলাহা ইল্লাল্লাহ’ বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না!

আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, জিনা, গীবত করছি আর তোতা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি!

কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতাপাখির মত, তাই আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদের কে সঠিক দ্বীন শিখে সঠিক মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন । আমিন

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386523
২৬ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১২:০৫
আমি আল বদর বলছি লিখেছেন : আমিন অসম্ভব সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়েছেন বারাকআল্লাহ ফি হায়াতি


আর হে আরও একটি কথা আশা করছি রিতিমত ব্লগে থাকার চেস্টা করবেন আপনার ব্লগ বাড়ি ঘুরে দেখলাম আমার অনেক আগ থেকেই এই ব্লগে আছেন কিন্ত পোস্ট লিখেছেনঃ ৫৩১ টি মন্তব্য করেছেনঃ মাত্র ১১৭ টিপ্রতি মন্তব্য করেছেনঃ মাত্র ১১ টি একি অবস্তা আপনার?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File