কেমন মেয়েকে বিয়ে করতে চান?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০১ অক্টোবর, ২০২২, ১০:৫১:০৩ সকাল



একজন তাকওয়াপূর্ণ, দ্বীনদার, চক্ষুশীতলকারী স্ত্রী কে না চায়!!যে প্রতিনিয়ত আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে।

রাসূলুল্লাহ সাঃ বলেছেন —

“তোমরা নারীদের (কেবল) রূপ দেখে বিবাহ করো না। হতে পারে রূপই তাদের বরবাদ করে দেবে। তাদের অর্থ-সম্পদ দেখেও বিবাহ করো না, হতে পারে অর্থ-সম্পদ তাকে উদ্ধৃত করে তুলবে। বরং দ্বীন দেখেই তাদের বিবাহ কর। একজন নাক-কান-কাটা অসুন্দর দাসীও (রূপসী ধনবতী স্বাধীন নারী অপেক্ষা) শ্রেয়, যদি সে দ্বীনদার হয়। “(ইবনে মাজাহ)

আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে স্ত্রীদের কাছে উত্তম। ’ - (তিরমিজি,৩৮৯৫)

সুতরাং, স্ত্রীদের সাথেও ভালো ব্যবহার করতে হবে।

বিষয়: বিবিধ

৭২২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386894
০৭ নভেম্বর ২০২২ সকাল ০৯:১৩
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File