মুখোশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১১:৫৫ সন্ধ্যা



অবাক হইনা আমি

মামার নামে ফেইসবুকে

ঘুরে বেড়ায় মামি।

প্রিয়া নামে যে মেয়েটার

ফ্রেন্ড রিকোয়েষ্ট পেলে

আসলে সে ছেলে।

লাস্যময়ী সেলফি যারা

ফেইসবুকেতে ভাসায়

লাইক, কমেন্টের আশায়।

আবোল তাবোল পদ্য আবার

চুরি হয়ে যায়

কথাতো একটাই।

অবাক হইনা আমি

কোরান হাদিস শেয়ার করে

ইনবক্সে দেয় সানি।

কপি পেষ্টে জ্ঞান বিলায়

বুদ্ধিজীবির চাষ

ছাগলে খায় ঘাস।

পরের টাকায় সমাজ সেবা

ভাবটা মহসিন

হাড়ির খবর নিন।

অবাক হইনা আমি

ফেইসবুকে সব মুখোশ পরা

আসলের নাই দাম-ই।

বিষয়: বিবিধ

৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File