প্রতিবেশীর উৎপাত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৩:০৬ সন্ধ্যা

পিলখানা দিলখানা

ফুটো করে দিলরে

পাদুয়ার প্রতিশোধ

চোরাপথে নিলরে।

এক ঢিলে দুই পাখি

মেরে হল শান্ত

তবু তার খায়খায়

কেউকি আর জানতো!

বিনা শুল্ক ট্রানজিট

হিস্যার পানি নাই

কাটাতারে ফেলানি

ঝুলে থেকে মরে যায়।

চাকরীর বাজারে

ঘুরে মরে সকলে

সেখানেও থাবাতে

বাগে নেয় দখলে।

চোখ বুজে থাকি তবু

চেতনার উৎসবে

আমরা যদি না জাগি মা

সকাল কেমনে হবে!

বিষয়: বিবিধ

৫৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386529
২৮ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:২৫
হতভাগা লিখেছেন : ২০ গুন বড়কে করাচ্ছি feeding

ব্যাপারটা সিরিয়াস Not just kidding
২৮ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:২৪
318328
বাকপ্রবাস লিখেছেন : এই জাতির দিন যাবে
করে ক্রায়িং ক্রায়িং ক্রায়িংCrying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File