ফাঁকা কলস বাজে বেশি

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৫:৫২:৪১ বিকাল

প্রিয় কালনীতে চড়ে গতরাতে সিলেটে এলাম। টিকেট কেটেছিলাম শোভন চেয়ারে, কিন্তু অশোভন কিছু হতে যাচ্ছিল। আমার তিনটা টিকেট; ৫৮, ৫৯ এবং ৬০ সিটগুলো এমনভাবে পড়ল, ৫৭ এবং ৫৮ লাগোয়া, ৫৯ এবং ৬০ জুদা। সহজা এবং তানিয়াকে ৫৭ এবং ৫৮তে বসিয়ে আমি বসলাম ৫৯-এ; ট্রেন ছাড়ার কিছু পরে ৫৭-অলা আসলো, আমার চেয়ে অন্তত ১৫ বছরের জুনিয়ার হবে ছেলেটি। আমি তাকে রিকোয়েস্ট করলাম, ভাই আপনি দয়া করে ৬০নং সিটে বসুন! উনি তিড়িং করে উঠলেন, না আমি আমার নাম্বারেই বসবো, আমি তাকে আবার বোঝালাম, আমার বাচ্চা আর বউ পাশাপাশি বসলে সুবিধা হয়। উনি আমাকে, ইংরেজী শোনালেন, সো হট! আমি একটু ভারি গলায় বললাম, আপনি কি তাহলে মহিলার পাশে বসে যাবেন? উনি আবার বললেন, 'সমস্যা কি! মা-বোন তো আমাদেরও আছে! আপনার রিকোয়েস্ট কনসিডার করতে পারলাম না!' স্বামী হিসেবে আমিও কনসিডার করতে পারলাম না ভেবে যখন আমি একটু গরম হবো হবো, পাশ থেকে দাড়িয়ে থাকা একজন বলল, 'বহুত তেড়া লোক তো আপনে; সিঙ্গেল আছেন, সিঙ্গেল সিটে গিয়া বসেন!' ওনার কথায় আরও কিছু লোক সাপোর্ট দিল। ৫৭-অলা গজগজ করতে করতে গেল ৬০-এ। ওর সব রাগ গিয়ে পড়ল দাড়িয়ে থাকা লোকটির উপর; কতক্ষন মোবাইলে এরেঅরে ফোন করে ঘোট পাকানোর চেষ্টা করলো। আসলোও একজন, বাট তাকে ভদ্র টাইপের মনে হল। পানি গরম হলো না-- ৫৭-অলা তবু বলে যাচ্ছে, গাড়ি নরসিংদী থামাতে হবে, ছাত্রলীগের কর্মীরা এভাবে লাঞ্চিত হবে কেন? সে নিজের সিটে বসতে পারবে না কেন? সে ঢাকার অমুক কমিটির তমুক, নরসিংদীতেও তার বিশাল নেটঅর্ক, সেন্ট্রালের বড় ভাইদের সাথে হট কানেকশন ইত্যাদি ইত্যাদি। দাড়িয়ে থাকা লোকটিকে আমি ধৈর্য্য ধরতে বললাম। গাড়ি যখন নরসিংদীতে দাড়াল না তখন ৫৭-অলা ছুটলো ড্রাইভারের গুষ্টি উদ্ধার করতে। একটু পরেই আরেকজন ৫৭-অলা আসলো তার টিকেট নিয়ে! আমি বললাম, তাহলে, এতক্ষন যিনি---। আমার কথা শেষ না হতেই সে বললো পাশের বগিতে আমার বন্ধুর সাথে আড্ডা মারছিলাম, ওখানেই একজন লোক আমার সিট নাম্বার জেনে নিয়ে নরসিংদী পর্যন্ত বসতে চাইলো! আমিই তাকে পাঠিয়েছিলাম! এবার আসল ৫৭-অলাকে আমি আবার আগের মতো অনুরোধ করলাম। উনি অবশ্য একবারেই মানলেন।

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297916
২৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভদ্র মানুষ একবারেই চেনা যায়। কিছু কিছু অভদ্র অবশ্য আছে। মানবিক কারণে হলেও সিটটা তার ছেড়ে দেয়া উচিত ছিলো।
২৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
241220
সুমন আখন্দ লিখেছেন : Love Struck অনেক ধন্যবাদ
297919
২৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
ইসলামী দুনিয়া লিখেছেন : অভিজ্ঞতাটা দারুন। তবে এখানে একটা বিষয় উঠে এসছে যা সবার নজরে পড়বে না। স্ত্রীর সাথে অন্যকে মেনে না নেওয়া চরিত্রটি ভাল লাগল। কিন্তু এখনতো মামাতো/খালোতো/ফুফাতো/আরো কতজনের সাথে নিজের স্ত্রীকে পাঠিয়ে দিই, কত অবলীলায়,যা অন্যন্ত লজ্জাজনক। ধন্যবাদ।
২৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
241221
সুমন আখন্দ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Praying
297941
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুঃখজনক হলেও হাসি পেল এই ঘটনাটি যেনে!!!
ক্ষমতার জোড় এমনভাবে তারমধ্যে ঢুকে গিয়েছে যে অবৈধভাবে সিট দখল তো করছেই তেমনি ট্রেন নিজের ইচ্ছামত থামানর চিন্তা করছে!!!
এরা কোনদিন যদি এটা দাবি করে যে তাদের সুবিধার জন্য সূর্যকে দুই ঘন্টা পর ডুবতে হবে তাতেও অবাক হবোনা!
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
241368
সুমন আখন্দ লিখেছেন : অনেক ধন্যবাদ। Praying
297945
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
এনামুল হক মানিক লিখেছেন : মান-সম্মান নিয়ে বেঁচে থাকাও আজ মুসকিল দেখছি।
আসল ৫৭-অলাকে অনেক ধন্যবাদ।
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
241369
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ। Happy
297948
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৪
আফরা লিখেছেন : অভদ্র কোথাকার !!
298133
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
সুমন আখন্দ লিখেছেন : বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল......এরকম দেশ গড়ার!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File