কারণ যৌনতা সর্বস্ব জীব হতে তো স্বাধীনতা-সার্বভৌমত্ব-মানবিকতা-নৈতিকতা কিছুই লাগে না...
লিখেছেন লিখেছেন পুস্পিতা ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৭:২৮:৩৫ সন্ধ্যা
সানি লিওন এবার ঢাকায় পা রাখতে যাচ্ছেন। শুধু পা রাখবেনই না, মঞ্চ মাতাবেন তিনি। এমনই উচ্চসিত শিরোনামে সানি লিওন নামের দেহব্যবসায়ীর আগমনি বার্তা জাতিকে জানাচ্ছে তথাকথিত সুশীল মিডিয়াগুলো! সাথে থাকবে আরও অনেক ভারতীয় নায়ক-নায়িকা-নর্তকী-দেহব্যবসায়ী! এদেশের তরুন-তরুণীদের দেহ-মনে ঝড় তোলার জন্য ন্যুডিস্ট অভিনেত্রী সানি লিওন আসছে সরকারী ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে!
এভাবে প্রায় প্রতি মাসেই আসছে ভারতীয় নায়ক-নায়িকারা, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা আসছে নিয়মিত! প্রতিটি আয়োজনে খরচ হচ্ছে লক্ষ লক্ষ ডলার! দেয়া হচ্ছে সরকারী সকল সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতা! উপস্থিত থেকে ওই দেহব্যবসায়ীদের অনুষ্ঠান উপভোগ করছেন তথাকথিত নির্বাচিত সরকারের মন্ত্রী-নেতারা!
ডিজিটাল বাংলাদেশের নিয়মিত রূপ এটি। ভারতীয় সিরিয়াল ছাড়া পরিবার চলে না, ভারতীয় নগ্ন নায়ক-নায়িকা ছাড়া শিল্প-সংস্কৃতি জমে না, সবকিছুই এখন ভারতময়! প্রাইমারী থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস, বিচারব্যবস্থা ধ্বংস, প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস, অর্থনৈতিক ব্যবস্থা স্থবির, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ শেষ, বাংলাদেশ ধেয়ে চলেছে ব্যর্থ রাষ্ট্র হওয়ার দিকে। এমতাবস্থায় দেশকে রক্ষায় এগিয়ে আসতে পারতো নূতন প্রজন্ম। কিন্তু নূতন যেন ওসব নিয়ে না ভাবে তাই তাদেরকে মাতাল করে তোলা হচ্ছে ভারতীয় নগ্নসংস্কৃতির আগ্রাসন দিয়ে। লেখাপড়া, জ্ঞানচর্চা, দেশ-জাতি-স্বাধীনতা ইত্যাদিতে নূতন প্রজন্মের যেন কোন আগ্রহ না জন্মে সে ধরনের একটি টার্গেট নিয়ে চালানো হচ্ছে এসব সাংস্কৃতির আগ্রাসন।
তাই দেখা যায় গত ৬/৭বছরে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রকারান্তরে লিজ দিয়ে দেয়া হলেও নূতন প্রজন্মের ভিতর তেমন ভাবনা নেই। কারণ যৌনতা সর্বস্ব জীব হতে তো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-মানবিকতা-নৈতিকতা কিছুই লাগে না। নূতন প্রজন্ম অশ্লীলতা খুঁজে পেতে যত সরব দেশের সার্বভৌমত্ব রক্ষায় ততই নিরব। এ এক ভয়াবহ অবস্থা। সর্বত্র অশ্লীলতার জয়জয়কার, নৈতিকতার সকল পথ রূদ্ধ। জাতি এবার আওয়ামী ধর্মনিপেক্ষতাবাদের বাস্তব চিত্র দেখতে পাচ্ছে। মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার অংশ হিসেবে সংস্কৃতির নামে অশ্লীলতা ছড়িয়ে দেয়া হবে, আধুনিকতার নামে শালীনতা তুলে দেয়া হবে, শিক্ষার নামে আত্মকেন্দ্রীকতা তৈরি করা হবে। সেই কামাল আতার্তুকের তুরস্ক, বেন আলীর তিউনিসিয়া, সিসির মিশর থেকে নিয়ে আজকের হাসিনার বাংলাদেশ- সর্বত্রই একই টেকনিক, একই চিত্র।
বাংলাদেশে বর্তমানে নৈতিকতা ধ্বংসের সকল পথ খুলে দেয়া হয়েছে। নৈতিক চরিত্র তৈরির সকল পথ আস্তে আস্তে বন্ধ করে দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের ভিতরে ইসলাম, ইসলামী শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি একপ্রকার নিষিদ্ধ এবং ইসলামী ব্যাক্তিত্বরা কারাগারে বা ফাঁসির কাষ্ঠে। সে সাথে বিশ্ববিখ্যাত ইসলামী ব্যাক্তিত্ব যারা সকল ধর্মের আধুনিক শিক্ষিতদের ভিতরে নৈতিকতা তৈরি ও ইসলামের আলো ছড়ানোর কাজ করছে তাদেরকেও নিষিদ্ধ করা হচ্ছে। অন্যদিকে অশ্লীলতা, অনৈতিকতা ছড়ানোর কারিগর সানি লিওনদের জন্য বাংলাদেশকে অবারিত করে দেয়া হয়েছে।
কারণ ভারত, হাসিনা ও আওয়ামী লীগ যে ধর্মনিরপেক্ষতাবাদ এদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাতে নীতি, নৈতিকতা, মানবিকতা, চরিত্র, ইসলাম কোন কিছুই থাকবে না, থাকবে শুধু অশ্লীলতা, যত্রতত্র অবাধ যৌনতা ও যৌন লালসা সর্বস্ব মাতাল কিছু জীব। ওসব জীব দেশ, জাতি, সমাজ, ভবিষ্যৎ কোন কিছুই নিয়ে ভাববে না, ভাববে শুধু কিভাবে অবাধে লালসা মিটানো যায়। তার প্রেক্ষিতে দেখা যায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত রিপোর্ট বলছে, গত ৬ বছরে ভয়ংকর ইয়াবা সেবনের হার বেড়েছে ৭৭%। এটি সরকারী হিসাব, বেসরকারী হিসাবে তা বেড়েছে হাজার হাজার গুন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ছত্রছায়ায় চলছে ইয়াবা বিকিকিনি এবং সাপ্লাইয়ার হাসিনার বিভিন্ন এমপিরা।
এভাবে মাদক ও সানি লিওনদের দিয়ে মাতাল করে তোলা হবে বাংলাদেশের নূতন প্রজন্মকে। ওই ধরনের মাতাল জাতি থাকার পর হাসিনার আজীবনের স্বপ্ন "লেন্দুপ দর্জি" হওয়া আর ঠেকায় কে?!
বিষয়: বিবিধ
৩০৪০ বার পঠিত, ৫৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক ।
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক ।
শুধু চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে
হায় আমার দেশ হায় আমার মা
ভারত তো গেছে গেছেই এখন আমাদের দেশে যাওবা নৈতিকতা বলে কিছু আছে তাও ধ্বংস করার পায়তারা করছে ওরা। আর এই প্লান বাস্তবায়নে আওয়ামি লীগ আন্তরিক ভাবে সহায়তা করছে।
ধন্যবাদ আপু এমন একটি পোষ্ট দেয়ার জন্য।
মূল্যবান পোস্টটি স্টিকি করার জন্য বিনীত অনুরোধ রইলো।
মধুর ভাষণে,
পৃথিবি চষিছে কারা শোষনে,শাসনে
সাক্ষ তার রাজপথে জমিনের 'পর
সাড়ে তিনহাত হাড় রচিতেছে মানুষের অন্তিম কবর।
শিশু কালেই যে আশংকার কথা শুনেছিলাম- 'অাওয়ামী ক্ষমতায় আসলে ধর্মহীন রাষ্ট্র বানাবে' তাই আজ প্রত্যক্ষ্ করছি!
মুসলিম জনতার হুশ ফিরবে না এখনও.....????
যাক, সরকার যদি এরখমটি করা থেকে বিরত না করে তবে এর ফল দেশের জনগন অতি দ্রুতই পাবে।
যাক, সরকার যদি এরখমটি করা থেকে বিরত না করে তবে এর ফল দেশের জনগন অতি দ্রুতই পাবে।
শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে।
এমন অনেক কিছুই হবে,যা কেউ ভাবেনি আগে!!
মন্তব্য করতে লগইন করুন