দুবাইকে সালাম

লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ০৪ ডিসেম্বর, ২০১৪, ১২:৪৮:১২ দুপুর

ভিটে-জমি বিক্রি করে

পায়নি পুরোদাম

আবুল মিয়া দুবাই এলো

ধরতে যে দিরহাম ।

দুবাই এসে পড়লো ফাঁদে

হলো বিধিবাম

সকাল বিকাল কাজের খোঁজে

ঝরে শুধু ঘাম ।

ইচ্ছে ছিলো করবে বিয়ে

হবে তো ধুমধাম

বাড়ি হবে গাড়ি হবে

রাখবে বাপের নাম ।

কেঁদেকেঁদে বলে এখন

হায় ! কেনো এলাম

দেশের ছেলে ফিরবো দেশে

দুবাইকে সালাম ।

বিষয়: সাহিত্য

৮৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291176
০৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
বাজলবী লিখেছেন : ধন্যবাদ Rose
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৩
235656
এনামুল হক মানিক লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
291179
০৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অসাধারণ Excellent Excellent Thumbs Up Thumbs Up
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৩
235657
এনামুল হক মানিক লিখেছেন : ধন্যবাদ সাথে শুভেচ্ছা।
291182
০৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫১
সত্যের সেনানী লিখেছেন : ভালো লাগলো
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৩
235658
এনামুল হক মানিক লিখেছেন : শুভেচ্ছা নিরন্তর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File