দালাল
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৪ ডিসেম্বর, ২০১৪, ১২:০৪:০০ দুপুর
স্বাধীনতার পরে যারা
করলো দেশের ক্ষয় ক্ষতি,
বন্ধু দেশের বদ নজরে
বাড়লো দেশের দুর্গতি।
দূর্নীতি আর চাঁদাবাজির
চ্যাম্পিয়নও ধর্ষনের,
জনগনের প্রতিবাদেও
মারা গুলি বর্ষনের।
নেই প্রতিবাদ খুন খারাবীর
বিশাল দেশের চিন্তাবিদ,
গণতন্ত্রের বেহাল দশায়ও
ভাঙ্গছে না হায় তাদের নীদ।
সিমান্ততে মারছে যারা
আমার দেশের দীন মজুর,
ভাবছে কেহ তাদের নিয়ে
করবে দেশের দুঃখ দূর।
এমন দালাল বুদ্ধিজীবী
দেশের চিন্তা করবে কি?
তারা তো ঐ দেশের প্রেমিক
বুঝতে তেমন নেই বাকি।
বিষয়: সাহিত্য
৮৫২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন